ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের ক্রেষ্ট ও সনদপত্র পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। এসময়ে অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইমাম -মুয়াজ্জিন, ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।