ঢাকার গাবতলীর দ্বীপনগর এলাকায় ‘পুরনো শত্রুতার জেরে’ এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুকুল শেখ নামের ওই ব্যক্তিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনাচাপরি গ্রামের দুলাল শেখের ছেলে মুকুল শেখ ও তার ভাই রাব্বানি শেখ গবতলী এলাকায় থাকতেন। তারা দুজনই পেশায় দিনমজুর। তাদের পরিবার থাকে গ্রামের বাড়িতে। মুকুল ছিলেন দুই সন্তানের জনক।
রাব্বানি হাসপাতালে সাংবাদিকদের বলেন, “মাসখানেক আগে আমরা দুই ভাই গাবতলী এলাকায় এসে লেবারের কাজ শুরু করি। গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের ঝামেলা চলছে।
“এর জের ধরে রাত ৮টার দিকে ১৫/২০ জন আমাদের পথরোধ করে। তারা হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মুকুলকে পেটায়। আমি তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে।”
গুরুতর আহত মুকুলকে আশপাশের লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।