পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে মুবারর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ হতে পৌরশহরে র্যালি বের করা হয়।
পরে ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক পীর মো. আজিম শাহ আল চিশতীর সভাপতিত্ব মহানবী (সাঃ) এর জীবনী আলোকপাত করে সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন- ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত আল্লামা ছমির উদ্দিন, চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা তাজুল ইসলাম আলফাজ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড, জগন্নাথপুর শাখার সভাপতি হযরত মাওলানা হাফিজ নুরুল হক, ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী, শিক্ষক হযরত মাওলানা আজমল হুসেন জামি, ইকড়ছই কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সিদ্দিকী, আজিমুশ্বান সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা বশির আহমদ, আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর শাখার সভাপতি হযরত মাওলানা নিজাম উদ্দিন জালালী প্রমুখ। র্যালিতে কয়েক শতাধিক লোক অংশগ্রহণ করেন।