আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুস্তাক আহমেদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসন থেকে নির্বাচিত হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার অসহায় দরিদ্র – সুবিধা বঞ্চিত মানুষের তালিকা তৈরি করে তাদের আর্থিক নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, কর্মসংস্থান ও অসহায় মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। অবকাঠামো উন্নয়নের ব্রিজ, কালভার্ট ,রাস্তাঘাট নির্মাণে কৃষি ও গ্রামীণ উন্নয়নে কাজ করা হবে ।
সোমবার (২৫ আগষ্ট) দুপুর ১২ টায় হাফেজ শেখ মুস্তাক আহমদের স্বদেশ গমন উপলক্ষে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে তার নিজ বাসভবনে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ জামিলুল হক আমিনীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান এবং জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মোজাম্মিল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দুই এক বছর পরপর শান্তিগঞ্জ, জগন্নাথপুর বন্যায় তলিয়ে যায়। জগন্নাথপুর শান্তিগঞ্জের ফসলের সুখে কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য হাওরকে বাঁচানোর জন্য প্রতিরোধের কৃষকের ফসল রক্ষার্থে প্রয়োজনীয় বাঁধ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে। নারী পুরুষদেরকে ইসলামিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত উন্নয়ন অবকাঠামো ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত বাজেটের টাকা ব্যবহার করা হবে। এসময় তিনি জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে বলিষ্ঠ ভূমিকা রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সুনামগঞ্জ পৌর শাখা সভাপতি মাওলানা আলী খান, সুনামগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মহিবুর রহমান শিপলু, জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, সাংগঠনিক মাওলানা জিয়াউর রহমান, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল আলম, সেক্রেটারি মাস্টার আমিনুল হক প্রমুখ।