ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

সিরাজগঞ্জের দুজনের ‘আত্মহত্যা’, পুলিশ বলছে তারা ‘প্রেমিক-প্রেমিকা’

সিরাজগঞ্জের শাহজাদপুরের এক নারী তার প্রেমিকের আত্মহত্যার খবর শোনার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনা জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মৃতরা হলেন-শাহজাদপুর শহরের শাহাপাড়ার বাসুদেব দাসের মেয়ে সুদীপ্তা দাস কেকা (২৬) এবং একই উপজেলার গাড়াদহ গ্রামের বিকাশ কর্মকারের ছেলে হৃদয় কর্মকার মদন (৩০)।

হৃদয় একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে পরিবার নিয়ে বগুড়ার ঠনঠনিয়া হিন্দুপাড়ায় একটি বাসায় ভাড়া বাসায় থাকতেন; সোমবার রাত ১০টার দিকে ওই বাড়ির নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান।

এাসআই বলেন, হৃদয়ের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আর শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ বলছেন, “মঙ্গলবার সকালে কন্ঠশিল্পী সুদীপ্তা দাস কেকা নিজ বাড়িতে ‘অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট’ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

“প্রথমে তাকে স্থানীয় দুটি হাসপাতাল ও পরে সিরাজগঞ্জে নেওয়া হয়। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

রাতেই কেকার লাশ উদ্ধারের করে থানায় রাখা হয়। বুধবার সকালে তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ বলছে, কেকা শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তিনি স্থানীয় ‘পূরবী সংগীত বিদ্যালয়ের’ কণ্ঠশিল্পী ছিলেন এবং সংগীতে রাজশাহী বিভাগীয় প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। আর হৃদয় বিবাহিত এবং তার পরিবারে স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ বলেন, “দুইটি আত্বহত্যার ঘটনায় পরিবারের কেউ মুখ খুলছে না। তবে আমরা জানতে পেরেছি কন্ঠশিল্পী কেকার সঙ্গে শহরের প্রাননাথপুর গ্রামের মন্নাফ ফকিরের ছেলে কন্ঠশিল্পী আসাদেরও সম্পর্ক ছিল।

“ধারণা করা হচ্ছে, প্রেমের কারণে পারিবারিক দ্বন্ধ হওয়ায় হৃদয় আত্মহত্যা করেছেন। আর সেটি জানার পরই তার প্রেমিকা কেকাও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনার পর থেকে কেকার আরেক প্রেমিক আসাদ আত্মগোপনে রয়েছেন। আমরা সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত করছি।”

আসাদ বিভিন্ন অনুষ্ঠানে টাকার বিনিময়ে গান করার পাশাপাশি প্যাড বাজায়। কেকার সঙ্গে তার প্রেমের বিষয়টি গঙ্গীতাঙ্গনের সবাই জানতো বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিরাজগঞ্জের দুজনের ‘আত্মহত্যা’, পুলিশ বলছে তারা ‘প্রেমিক-প্রেমিকা’

আপডেট সময় ১২:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরের এক নারী তার প্রেমিকের আত্মহত্যার খবর শোনার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনা জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মৃতরা হলেন-শাহজাদপুর শহরের শাহাপাড়ার বাসুদেব দাসের মেয়ে সুদীপ্তা দাস কেকা (২৬) এবং একই উপজেলার গাড়াদহ গ্রামের বিকাশ কর্মকারের ছেলে হৃদয় কর্মকার মদন (৩০)।

হৃদয় একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে পরিবার নিয়ে বগুড়ার ঠনঠনিয়া হিন্দুপাড়ায় একটি বাসায় ভাড়া বাসায় থাকতেন; সোমবার রাত ১০টার দিকে ওই বাড়ির নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান।

এাসআই বলেন, হৃদয়ের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আর শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ বলছেন, “মঙ্গলবার সকালে কন্ঠশিল্পী সুদীপ্তা দাস কেকা নিজ বাড়িতে ‘অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট’ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

“প্রথমে তাকে স্থানীয় দুটি হাসপাতাল ও পরে সিরাজগঞ্জে নেওয়া হয়। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

রাতেই কেকার লাশ উদ্ধারের করে থানায় রাখা হয়। বুধবার সকালে তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ বলছে, কেকা শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তিনি স্থানীয় ‘পূরবী সংগীত বিদ্যালয়ের’ কণ্ঠশিল্পী ছিলেন এবং সংগীতে রাজশাহী বিভাগীয় প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। আর হৃদয় বিবাহিত এবং তার পরিবারে স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ বলেন, “দুইটি আত্বহত্যার ঘটনায় পরিবারের কেউ মুখ খুলছে না। তবে আমরা জানতে পেরেছি কন্ঠশিল্পী কেকার সঙ্গে শহরের প্রাননাথপুর গ্রামের মন্নাফ ফকিরের ছেলে কন্ঠশিল্পী আসাদেরও সম্পর্ক ছিল।

“ধারণা করা হচ্ছে, প্রেমের কারণে পারিবারিক দ্বন্ধ হওয়ায় হৃদয় আত্মহত্যা করেছেন। আর সেটি জানার পরই তার প্রেমিকা কেকাও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনার পর থেকে কেকার আরেক প্রেমিক আসাদ আত্মগোপনে রয়েছেন। আমরা সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত করছি।”

আসাদ বিভিন্ন অনুষ্ঠানে টাকার বিনিময়ে গান করার পাশাপাশি প্যাড বাজায়। কেকার সঙ্গে তার প্রেমের বিষয়টি গঙ্গীতাঙ্গনের সবাই জানতো বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।