এস কে চন্দন
কত রকমের তন্ত্রে মন্ত্রে
চলে রাষ্ট্র যন্ত্র,
আমি বুঝিনা রাজতন্ত্র,
আমি বুঝিনা স্বৈরতন্ত্র,
আর ও বুঝিনা সমাজতন্ত্র,
বুঝতে চাইনা গণতন্ত্র,
শতভাগ মানুষ থাকবে ভালো
নেই কি এমন মন্ত্র?
আইনের নেই নৈতিকতা
যা আছে তা মানে কজন?
কবে হবে নৈতিক আইন
কবে হবে আইনের শাসন।
ভোটের আগে পয়সা উড়ায়
ভোটের পরে পয়সা কুড়ায়
তারাই মোদের নেতা,
রিজার্ভের গুষ্টি মেরে
গরিবের পুষ্টি মেরে
বেগম পাড়ায় পা তাহার
সুইস ব্যাংকে মাথা।