ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ ফুটবল টিমের আয়োজনে শুক্রবার বিকালে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাই ব্রেকারে ৭-৬ গোলে চাম্পিয়ন হয় ঠাকুরগাঁও এমসিএল একাডেমি। রানার্স অপ হয় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার এস আর স্পোটিং ক্লাব। খেলা শেষে উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জয়নাল আবেদিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সহ সভাপতি মইনুল ইসলাম সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতের আমীর বাবলুর বশীদ, উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমির শাহজাহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, যুবদল নেতা সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।