ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে রেজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছেন রাণীশংকৈল থানা পুলিশ। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই (সাতঘরিয়া) এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি তার বাড়ি থেকে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।
সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর এলাকায় কুলিক নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশটি স্থানীয় এক কৃষক নদীর পাড়ে ধান কাটতে গিয়ে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে লাশটি উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।