রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার রাত থেকে মেঘের গর্জনের সাথে শুরু হয়েছে বৃস্টি। কোনো সময় কম আবার কোনো সময় একটু বেশি। গতকাল বুধবার মেঘের গর্জন না থাকলেও সারাদিন ঝড়ছে গুড়ি গুড়ি বৃস্টি। বৃস্টির ফলে সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে সৃস্টি হয়েছে কাঁদা আর পানি।
মঙ্গলবার রাত থেকে মেঘের গর্জনের সাথে শুরু হয়েছে বৃস্টি। কোনো সময় কম আবার কোনো সময় একটু বেশি। গতকাল বুধবার মেঘের গর্জন না থাকলেও সারাদিন ঝড়ছে গুড়ি গুড়ি বৃস্টি। বৃস্টির ফলে সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে সৃস্টি হয়েছে কাঁদা আর পানি।
বিশেষ করে উপজেলার জনগুরুত্বপূর্ণ হাটপাঙ্গাসী বাজারে। ফলে চলাচলের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হাজারো মানুষকে। বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কটি পাকা না হওয়ায় এবং মাঝখানে নিচু ও দু পাশে উচু হওয়ার কারনে একটু বৃস্টি হলেই জমা হয় কাঁদা আর পানি, এমনটিই মনে করছেন এলাকাবাসী।
বৃস্টিতে পুরো বাজার এলাকার সড়কে জমে থাকা পানি আর কাঁদা মিলেমিশে একাকার হয়ে আছে। ফলে অসহনীয় ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা ও সাধারন মানুষ। ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই নোংরা পানি ও কাঁদার মধ্যেই চলাচল করতে হচ্ছে।
উপজেলার হাটপাঙ্গাসী বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। এই বাজারের উপর দিয়েই ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া সহ উত্তর বঙ্গের বিভিন্ন ছোট বড় যানবাহন চলাচল করছে প্রতিনিয়তই। উপজেলার হাটপাঙ্গাসী বাজারের ব্যবসায়ী এম মঞ্জুর হাসান মঞ্জু, সাইফুল খলিফা ও দোকানদার মোঃ রফিকুল ইসলাম বলেন, সামান্য একটু বৃস্টি হলেই জমা হয় কাঁদা আর পানি। এটা আমাদের সবার জন্যই কষ্টদায়ক। অনতিবিলম্বে বাজারের সড়কটি পাকা করা দরকার।
এমতাবস্থায় উপজেলার হাটপাঙ্গাসী বাজারের সড়কটি পাকা করণ ও পানি নিস্কাশনের জন্য সড়ক ও জনপদ বিভাগ তথা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাসী।