ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবজি চাষি-খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ অক্টোবর) কৃষি অফিস হলরুমে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব পুরাতনের যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পি।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অভিযান শুরুর আগে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফসলে ইঁদুরের ক্ষতিকর বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপরদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবজি চাষি ও খামারিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।