ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষক সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় হলরুমে-এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেডারেশনের উপদেষ্টা ড. মোঃ খায়রুল আনাম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঠাকুরগাঁও জেলার উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সেক্রেটারী বাবলুর রশিদ সহ আরো অনেকে।
এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ ও ছাত্র শিবিরের কর্মী এবং মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন ।