ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষক সমাবেশ করেছে আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখা। ডিগ্রি কলেজ হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা শাখার সভাপতি মিন্নাতুল্লাহ পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ফেডারেশনের উপদেষ্টা ড. মো. খায়রুল আনাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলার উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। বিশেষ অতিথি বক্তব্য দেন , বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার উপদেষ্টা, উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মো.রজব আলী, প্রভাষক মো. সুলতান, প্রভাষক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল বাসিস সেক্রেটারী মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোতিষ চন্দ্র রায়, আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রাথমিক স্তরের জেলা সেক্রেটারী মো. আব্দুল্লাহ প্রমূখ।
এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের কর্মী, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারী জিয়াউর রহমান।