রাজধানীর মিরপুরে জড়ো হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে যেতে সড়কে শিক্ষার্থীরা মাঝে মাঝে এগিয়ে আসছেন আবার আওয়ামী নেতাকর্মীদের ধাওয়া খেয়ে গলির ভেতরে ঢুকে যাচ্ছেন।
এসময় শিক্ষার্থীদের আওয়ামী নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। আওয়ামী নেতাকর্মীরাও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন এবং লাঠি হাতে তাড়া করেন। ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা গুলি ছুড়ছে তা জানা যায়নি।
এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চললেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এছাড়াও রাজধানী মিরপুরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার (২ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করে। তারা জানায়, শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়।