‘অন্তর্বর্তী সরকার অনেক কিছু করে ফেলবে—এটা ভাবা ঠিক নয়। এ সরকারের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর। এ লক্ষ্যেই আমরা কাজ করছি।’ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এর আগে নাটোরের গোপালপুরে নর্থবেঙ্গল সুগার মিলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শিল্প উপদেষ্টা জানান, দেশের চিনিকলগুলোর উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা। যাতে দেশের মানুষ দেশের চিনি খেতে পারে।
এর আগে শিল্প উপদেষ্টা নর্থবেঙ্গল সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে চিনি উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, সুগার করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র ও চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে নর্থবেঙ্গল সুগারমিলে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। গত মৌসুমে মিলটিতে সাড়ে ১০ হাজার মেট্রিক টনেরও অধিক চিনি উৎপাদন করে ২১ কোটি টাকা মুনাফা অর্জন করে।