ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের দরদ দেখে উচ্ছ্বসিত দর্শকরা, প্রাণ ফিরছে চলচ্চিত্রে

রাজনৈতিক পটপরিবর্তন ও চলচ্চিত্রের টানপোড়েনে একেবারে স্থবির হয়ে পড়েছিল দেশের সিনেমা হলগুলো। অত্যাধুনিক প্রেক্ষাগৃহের বাইরে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় সিঙ্গেল স্ক্রিনগুলো। এবার সেগুলো আবার খুলেছে। দেশজুড়ে ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘দরদ’।

তবে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার দরদ শুধু দেশেই নয়, মুক্তি পেয়েছে ২২টি দেশে একযোগে। আন্তর্জাতিকভাবে সবমিলে কত হলে দরদ মুক্তি পেয়েছে তার সঠিক হিসাবটি এখনও পাওয়া যায়নি ।

অন্যদিকে, মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোয় ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়।

সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২৭টি শো চলছে দরদ’র । মাল্টিপ্লেক্সটির ওয়েবসাইটে দেখা যায়, অগ্রিম টিকেট বিক্রি হয়ে যাচ্ছে , দর্শক চাপ রয়েছে প্রচুর । এসকেএস টাওয়ার, সনি, সীমান্ত সম্ভারে  বেশকিছু শো র টিকিট সোল্ড আউট ।

এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপে ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানিয়েছে কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ঈদেই শাকিব খানের ছবি মুক্তি পাবে এমন কোনো কথা ছিল না। ইন্ডাস্ট্রির ছবি স্বল্পতার কারণে এমন পরিস্থিতি হয়েছে যে, এই সময়ে শাকিবের ছবি মুক্তিকে অনেক বড় মনে হচ্ছে। তার ছবি মুক্তি পেলে হল মালিকরা উপকৃত হন। dorod.jpg-3.jpg

ঢাকার বাইরে বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও অগ্রিম টিকিট বিক্রি হয়েছে । বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পেয়েছে এটি। নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ঈদ ছাড়া মুক্তি পেয়ে দরদ ইতিমধ্যে ৮৩টি হলে চলছে।

dorod.jpg-2.jpg

এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।

 

“ভাইরাল ফ্যামিলি”নাটকের জারা চৌধুরী দর্শক হৃদয়ে

জয়া আহসানকে প্রশংসায় ভাসালেন মালয়ালাম অভিনেত্রী

পরিচালককে ভক্তদের গালি : শাকিব বলছেন, ও ডিজার্ভ করে

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিবের দরদ দেখে উচ্ছ্বসিত দর্শকরা, প্রাণ ফিরছে চলচ্চিত্রে

আপডেট সময় ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

রাজনৈতিক পটপরিবর্তন ও চলচ্চিত্রের টানপোড়েনে একেবারে স্থবির হয়ে পড়েছিল দেশের সিনেমা হলগুলো। অত্যাধুনিক প্রেক্ষাগৃহের বাইরে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় সিঙ্গেল স্ক্রিনগুলো। এবার সেগুলো আবার খুলেছে। দেশজুড়ে ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘দরদ’।

তবে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার দরদ শুধু দেশেই নয়, মুক্তি পেয়েছে ২২টি দেশে একযোগে। আন্তর্জাতিকভাবে সবমিলে কত হলে দরদ মুক্তি পেয়েছে তার সঠিক হিসাবটি এখনও পাওয়া যায়নি ।

অন্যদিকে, মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোয় ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়।

সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২৭টি শো চলছে দরদ’র । মাল্টিপ্লেক্সটির ওয়েবসাইটে দেখা যায়, অগ্রিম টিকেট বিক্রি হয়ে যাচ্ছে , দর্শক চাপ রয়েছে প্রচুর । এসকেএস টাওয়ার, সনি, সীমান্ত সম্ভারে  বেশকিছু শো র টিকিট সোল্ড আউট ।

এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপে ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানিয়েছে কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ঈদেই শাকিব খানের ছবি মুক্তি পাবে এমন কোনো কথা ছিল না। ইন্ডাস্ট্রির ছবি স্বল্পতার কারণে এমন পরিস্থিতি হয়েছে যে, এই সময়ে শাকিবের ছবি মুক্তিকে অনেক বড় মনে হচ্ছে। তার ছবি মুক্তি পেলে হল মালিকরা উপকৃত হন। dorod.jpg-3.jpg

ঢাকার বাইরে বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও অগ্রিম টিকিট বিক্রি হয়েছে । বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পেয়েছে এটি। নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ঈদ ছাড়া মুক্তি পেয়ে দরদ ইতিমধ্যে ৮৩টি হলে চলছে।

dorod.jpg-2.jpg

এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।

 

“ভাইরাল ফ্যামিলি”নাটকের জারা চৌধুরী দর্শক হৃদয়ে

জয়া আহসানকে প্রশংসায় ভাসালেন মালয়ালাম অভিনেত্রী

পরিচালককে ভক্তদের গালি : শাকিব বলছেন, ও ডিজার্ভ করে