ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গনে পর্যাপ্ত পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। সোমবারের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে। ভেতরে কাউকে যেতে দেয়া হচ্ছে না।
এদিকে, ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভীড় করছেন উৎসুক মানুষ। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে নাহয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।গান’ উপহার দিতে চান তাহসান।
রক্ত ঝরল শতাধিক শিক্ষার্থীর, ঘোষণা দিয়ে হামলা, ঠেকানো গেল না কেন?