ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

চিন্ময়ের গ্রেপ্তারে শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। এটার জন্য আপনি কী পুরষ্কার পাবেন ভারতের কাছ থেকে। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় চুপ ছিল।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথানত করবে, এদেশের মানুষ তেমন নয়। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটি মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কীভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই-আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রফিকুল ইসলাম বলেন, ৭২ পরবর্তী সরকার দেশে একটি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দেশের মানুষ অতল সমুদ্রে পড়ে গিয়েছিল। যার প্রতিফলন ঘটেছে ২৪-এ। অনেকে দাবি করেন জুলাই বিপ্লব ১ মাসের আন্দোলন, কিন্তু না দীর্ঘ ১৫ বছরের যে অপশাসন চলেছে তারই প্রতিফলন ঘটেছে। এটা কারো একার কৃতিত্ব না।

তিনি বলেন, এই অন্তবর্তীকালীন সরকারের উচিত ছিল সবকিছু সংস্কার করে দ্রুত নির্বাচন করা। তারা তা না করে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, রিকশা বন্ধ করেছে। এই অন্তর্র্বতীকালীন সরকার বিপদে পড়লে আমরা সবাই বিপদে পড়বো। দেশে বিদেশে নানা ধরনের চক্রান্ত চলছে এই সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা কিছুই বুঝতে চাচ্ছেন না। দেশে অনেক অনেক ঘটনা ঘটছে, তবে এগুলো সমাধানে কোনো উদ্যোগ নেই এই সরকারের।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে মতামত দেবে সে অনুযায়ী একুশ শতকে উপযোগী রাজনীতির রোডম্যাপ দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের পাবলিক বিশ্ববিদ্যালয় আবাসন সংকট নিরসনে কাজ করার, সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ডিসকাশনের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরাসহ ছাত্রদল এবং রাজশাহী মহানগরীরের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে প্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চিন্ময়ের গ্রেপ্তারে শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন : রিজভী

আপডেট সময় ০৪:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। এটার জন্য আপনি কী পুরষ্কার পাবেন ভারতের কাছ থেকে। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় চুপ ছিল।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথানত করবে, এদেশের মানুষ তেমন নয়। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটি মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কীভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই-আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রফিকুল ইসলাম বলেন, ৭২ পরবর্তী সরকার দেশে একটি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দেশের মানুষ অতল সমুদ্রে পড়ে গিয়েছিল। যার প্রতিফলন ঘটেছে ২৪-এ। অনেকে দাবি করেন জুলাই বিপ্লব ১ মাসের আন্দোলন, কিন্তু না দীর্ঘ ১৫ বছরের যে অপশাসন চলেছে তারই প্রতিফলন ঘটেছে। এটা কারো একার কৃতিত্ব না।

তিনি বলেন, এই অন্তবর্তীকালীন সরকারের উচিত ছিল সবকিছু সংস্কার করে দ্রুত নির্বাচন করা। তারা তা না করে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, রিকশা বন্ধ করেছে। এই অন্তর্র্বতীকালীন সরকার বিপদে পড়লে আমরা সবাই বিপদে পড়বো। দেশে বিদেশে নানা ধরনের চক্রান্ত চলছে এই সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা কিছুই বুঝতে চাচ্ছেন না। দেশে অনেক অনেক ঘটনা ঘটছে, তবে এগুলো সমাধানে কোনো উদ্যোগ নেই এই সরকারের।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে মতামত দেবে সে অনুযায়ী একুশ শতকে উপযোগী রাজনীতির রোডম্যাপ দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের পাবলিক বিশ্ববিদ্যালয় আবাসন সংকট নিরসনে কাজ করার, সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ডিসকাশনের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরাসহ ছাত্রদল এবং রাজশাহী মহানগরীরের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে প্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ