ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

সিটির জয়ের রাতে হেরেছে ইউনাইটেড, রোমঞ্চকর ড্র লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলকে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তবে বিগ ম্যাচে ম্যানেইউকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। নটিংহ্যামকে ৩-০ গোলে হারিয়ে ৭ ম্যাচ পর জয়ের দেখা পেলো সিটি। আর সাউদাম্পটনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। তবে লা লিগায় বিলবাওয়ের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ লিগে রাতে মাঠে নেমেছিল সব জায়ান্টরা। তবে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হয়েছে লিভারপুল-নিউক্যাসল ম্যাচে। ৩৫ মিনিটে ইসাকের দারুন গোলে প্রথম লিগ নেয় নিউক্যাসল। ৫০ মিনিটে দৃষ্টিনন্দন গোলে লিভারপুলকে সমতায় ফেরান জোন্স। ৬১ মিনিটে গর্ডন আবারো এগিয়ে দেয় ক্যাগপাইদের। তবে ৬৮ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে লিভারপুলকে প্রথমবার লিড এনে দেন মোহাম্মদ সালাহ। তবে নাটকিয়তা তখনও বাকি। ৯০ মিনিটে সুইজ ডিফেন্ডার ফাবিয়ান সারের গোলে ড্র আদায় করে নেয় নিউক্যাসল।

বিগ ম্যাচে রাতে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখালেও, গোল মিসের মহড়া দেয় গানার ফুটবলাররা। লিড আসে ৫৪ মিনিটে। রাইসের নেয়া কর্নার কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন ডিফেন্ডার টিম্বার। পুরো ম্যাচে ১৩টা কর্নার আদায় করে নেয় আর্তেতার দল। যার একটি থেকে ৭৩ মিনিটে আরেক ডিফেন্ডার উইলিয়াম সালাইবা নিশ্চিত করেন আর্সেনালের ২-০ গোলে জয়।

৭ ম্যাচ থেকে জয়হীন সিটি নটিংহ্যামের বিপক্ষে দিয়েছে সেরা ছন্দে ফেরার ইঙ্গিত। জেরেমি ডোকুর প্রত্যাবর্তনের ম্যাচে ছিলেন স্টার পারফর্মার। ম্যাচের ৮ মিনিটে বার্নাডো সিরভা প্রথম লিড এনে দেয় সিটিকে। ৩১ মিনিটে ডোকুর দারুন অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন ডি ব্রুইনা। আর ৫৭ মিনিটে ডোকু নিজেই গোল করে নিশ্চিত করেন সিটির ৩-০ এর বড় জয়।

আরেক ম্যাচে চেলসি সাউদাম্পটনের বিপক্ষে করেছে গোল উৎসব। ৭ মিনিটে দিসাসির গোলে প্রথম লিড নেয় চেলসি। তবে ১১ মিনিটে এক গোল শোধ দেয় সাউদ্ম্পটনের জো আরিবো। তবে এরপর যেন গোলের প্রতিযোগিতায় নামে চেলসি ফুটবলাররা। ১৭ মিনিটে এনকুকু, ৩৪ মিনিটে মাদুয়েকে, ৭৬ মিনিটে পালমার আর ৮৭ মিনিটে সানচো স্কোর শিটে নাম তুললে ৫-১ গোলে জয় পায় ব্লুরা।

তবে লা লিগায় নিজেদের ভুলে হেরেছে রিয়াল। ১৩ মিনিটে এমবাপ্পের গোল বাতিল হয় অফসাইডে। উল্টো ৫৩ মিনিটে বেরঙ্গেুয়ের গোলে লিড নেয় বিলবাও। ৬৮ মিনিটে আবারো এমবাপ্পের ভুলের খেসারত দেয় রিয়াল। আবারো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান। ৭৮ মিনিটে বেলিংহ্যামের গোলে সমাতা এনেছিলো লস ব্লাঙ্কোসরা। তবে ৮০ মিনিটে রক্ষণে বড় ভুল করেন মিডফিল্ডার ভালভার্দে। তার মিসপাস থেকে গোল করে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার গোর্কা।

লা লিগায় হার দিয়ে ১২৬তম বছর শুরু করলো বার্সেলোনা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিটির জয়ের রাতে হেরেছে ইউনাইটেড, রোমঞ্চকর ড্র লিভারপুলের

আপডেট সময় ১০:৫৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলকে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তবে বিগ ম্যাচে ম্যানেইউকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। নটিংহ্যামকে ৩-০ গোলে হারিয়ে ৭ ম্যাচ পর জয়ের দেখা পেলো সিটি। আর সাউদাম্পটনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। তবে লা লিগায় বিলবাওয়ের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ লিগে রাতে মাঠে নেমেছিল সব জায়ান্টরা। তবে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হয়েছে লিভারপুল-নিউক্যাসল ম্যাচে। ৩৫ মিনিটে ইসাকের দারুন গোলে প্রথম লিগ নেয় নিউক্যাসল। ৫০ মিনিটে দৃষ্টিনন্দন গোলে লিভারপুলকে সমতায় ফেরান জোন্স। ৬১ মিনিটে গর্ডন আবারো এগিয়ে দেয় ক্যাগপাইদের। তবে ৬৮ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে লিভারপুলকে প্রথমবার লিড এনে দেন মোহাম্মদ সালাহ। তবে নাটকিয়তা তখনও বাকি। ৯০ মিনিটে সুইজ ডিফেন্ডার ফাবিয়ান সারের গোলে ড্র আদায় করে নেয় নিউক্যাসল।

বিগ ম্যাচে রাতে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখালেও, গোল মিসের মহড়া দেয় গানার ফুটবলাররা। লিড আসে ৫৪ মিনিটে। রাইসের নেয়া কর্নার কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন ডিফেন্ডার টিম্বার। পুরো ম্যাচে ১৩টা কর্নার আদায় করে নেয় আর্তেতার দল। যার একটি থেকে ৭৩ মিনিটে আরেক ডিফেন্ডার উইলিয়াম সালাইবা নিশ্চিত করেন আর্সেনালের ২-০ গোলে জয়।

৭ ম্যাচ থেকে জয়হীন সিটি নটিংহ্যামের বিপক্ষে দিয়েছে সেরা ছন্দে ফেরার ইঙ্গিত। জেরেমি ডোকুর প্রত্যাবর্তনের ম্যাচে ছিলেন স্টার পারফর্মার। ম্যাচের ৮ মিনিটে বার্নাডো সিরভা প্রথম লিড এনে দেয় সিটিকে। ৩১ মিনিটে ডোকুর দারুন অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন ডি ব্রুইনা। আর ৫৭ মিনিটে ডোকু নিজেই গোল করে নিশ্চিত করেন সিটির ৩-০ এর বড় জয়।

আরেক ম্যাচে চেলসি সাউদাম্পটনের বিপক্ষে করেছে গোল উৎসব। ৭ মিনিটে দিসাসির গোলে প্রথম লিড নেয় চেলসি। তবে ১১ মিনিটে এক গোল শোধ দেয় সাউদ্ম্পটনের জো আরিবো। তবে এরপর যেন গোলের প্রতিযোগিতায় নামে চেলসি ফুটবলাররা। ১৭ মিনিটে এনকুকু, ৩৪ মিনিটে মাদুয়েকে, ৭৬ মিনিটে পালমার আর ৮৭ মিনিটে সানচো স্কোর শিটে নাম তুললে ৫-১ গোলে জয় পায় ব্লুরা।

তবে লা লিগায় নিজেদের ভুলে হেরেছে রিয়াল। ১৩ মিনিটে এমবাপ্পের গোল বাতিল হয় অফসাইডে। উল্টো ৫৩ মিনিটে বেরঙ্গেুয়ের গোলে লিড নেয় বিলবাও। ৬৮ মিনিটে আবারো এমবাপ্পের ভুলের খেসারত দেয় রিয়াল। আবারো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান। ৭৮ মিনিটে বেলিংহ্যামের গোলে সমাতা এনেছিলো লস ব্লাঙ্কোসরা। তবে ৮০ মিনিটে রক্ষণে বড় ভুল করেন মিডফিল্ডার ভালভার্দে। তার মিসপাস থেকে গোল করে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার গোর্কা।

লা লিগায় হার দিয়ে ১২৬তম বছর শুরু করলো বার্সেলোনা