ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রানীশংকৈলে সময়ের পূর্বেই স্কুল ছুটি; ৫ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষককে নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছেন উপজেলা শিক্ষা অফিস। অফিস সূত্রে জানা গেছে গত বুধবার ৪ ডিসেম্বর বিদ্যালয়টিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় । এতে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত রুটিনে  পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার পূর্বেই নিয়মবহির্ভূতভাবে স্কুল ছুটি দিয়ে বাসায় চলে যান শিক্ষকরা।
ঐদিন ৪ ডিসেম্বর দুপুর ২ টা ৩৭ মিনিটে বিদ্যালয়ে তথ্য সংগ্রহে যান স্থানীয় সাংবাদিকরা। এসময় দেখা যায় সাংবাদিকদের সামনে একজন শিক্ষক পতাকা নামাচ্ছেন, পুরো স্কুল ফাঁকা কোন শিক্ষার্থী নেই । শিক্ষার্থী ও শিক্ষকরা কেন স্কুলে নেই এমন প্রশ্নে অবস্থানরত শিক্ষক যোগেশ্বর রায় বলেন, স্কুলে পরীক্ষা শেষ, তাই সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি, একা থেকে কি করবো।
সে সময় সাংবাদিকরা মুঠোফোনে রানীশংকৈল উপজেলা সহকারী শিক্ষা  অফিসার জাহিদ হোসেনের সাথে কথা বলেন এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটির বিষয়টি অবগত করলে তিনি বলেন ওটা আমার ক্লাস্টার এর অধীনে। আমি গতকাল স্কুল পরিদর্শন করেছি , নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটি দেওয়ার কোন নিয়ম নেই। যদি কোন স্কুলে এ ধরনের ঘটনা ঘটে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমার সাথে অত্র স্কুলের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের কাজে উপস্থিত আছেন ।
এদিকে গতকাল বৃহস্পতিবার ৫ ডিসেম্বরে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে গণ কর্মচারী শৃঙ্খলা ( নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ২০১৯ এর ধারা ৪ এর ২(১) মোতাবেক ১ দিনের বেতন কর্তন সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ  কেন করা হবে না- এই মর্মে শোকজ নোটিশে উল্লেখ করে ৫ জন শিক্ষককে নোটিশ পাঠিয়েছেন শিক্ষা অফিস।
এবিষয়ে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন বলেন নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় ছুটি কাম্য নয় । আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, আমরা নিয়মিত মনিটরিং করছি । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভরনী কান্ত রায় বলেন, আমি স্কুলে দায়িত্ব দিয়ে অফিসের কাজে চলে এসেছি । আসলে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ৩ মাস থেকে পালাতক। আমি আপাতত মৌখিকভাবে দায়িত্ব পালন করছি। এরকম কিছু হলে আমি দেখবো। শোকজ নোটিশের সত্যতা নিশ্চিত করেন সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন ।
এদিকে নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটির বিষয়টি দায়িত্বহীনতার পরিচয় দেয় বলে মন্তব্য করছেন স্থানীয়রা সহ সুশীল সমাজের লোকজন।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রানীশংকৈলে সময়ের পূর্বেই স্কুল ছুটি; ৫ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

আপডেট সময় ০৫:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষককে নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছেন উপজেলা শিক্ষা অফিস। অফিস সূত্রে জানা গেছে গত বুধবার ৪ ডিসেম্বর বিদ্যালয়টিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় । এতে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত রুটিনে  পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার পূর্বেই নিয়মবহির্ভূতভাবে স্কুল ছুটি দিয়ে বাসায় চলে যান শিক্ষকরা।
ঐদিন ৪ ডিসেম্বর দুপুর ২ টা ৩৭ মিনিটে বিদ্যালয়ে তথ্য সংগ্রহে যান স্থানীয় সাংবাদিকরা। এসময় দেখা যায় সাংবাদিকদের সামনে একজন শিক্ষক পতাকা নামাচ্ছেন, পুরো স্কুল ফাঁকা কোন শিক্ষার্থী নেই । শিক্ষার্থী ও শিক্ষকরা কেন স্কুলে নেই এমন প্রশ্নে অবস্থানরত শিক্ষক যোগেশ্বর রায় বলেন, স্কুলে পরীক্ষা শেষ, তাই সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি, একা থেকে কি করবো।
সে সময় সাংবাদিকরা মুঠোফোনে রানীশংকৈল উপজেলা সহকারী শিক্ষা  অফিসার জাহিদ হোসেনের সাথে কথা বলেন এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটির বিষয়টি অবগত করলে তিনি বলেন ওটা আমার ক্লাস্টার এর অধীনে। আমি গতকাল স্কুল পরিদর্শন করেছি , নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটি দেওয়ার কোন নিয়ম নেই। যদি কোন স্কুলে এ ধরনের ঘটনা ঘটে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমার সাথে অত্র স্কুলের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের কাজে উপস্থিত আছেন ।
এদিকে গতকাল বৃহস্পতিবার ৫ ডিসেম্বরে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে গণ কর্মচারী শৃঙ্খলা ( নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ২০১৯ এর ধারা ৪ এর ২(১) মোতাবেক ১ দিনের বেতন কর্তন সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ  কেন করা হবে না- এই মর্মে শোকজ নোটিশে উল্লেখ করে ৫ জন শিক্ষককে নোটিশ পাঠিয়েছেন শিক্ষা অফিস।
এবিষয়ে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন বলেন নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় ছুটি কাম্য নয় । আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, আমরা নিয়মিত মনিটরিং করছি । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভরনী কান্ত রায় বলেন, আমি স্কুলে দায়িত্ব দিয়ে অফিসের কাজে চলে এসেছি । আসলে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ৩ মাস থেকে পালাতক। আমি আপাতত মৌখিকভাবে দায়িত্ব পালন করছি। এরকম কিছু হলে আমি দেখবো। শোকজ নোটিশের সত্যতা নিশ্চিত করেন সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন ।
এদিকে নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটির বিষয়টি দায়িত্বহীনতার পরিচয় দেয় বলে মন্তব্য করছেন স্থানীয়রা সহ সুশীল সমাজের লোকজন।