বাংলাদেশের টিভি ধারাবাহিকের ইতিহাসে অন্যতম আলোচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। এর মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলদেশের রাজনীতিকদের উত্থান পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেন হাস্যরসের মাধ্যমে, এবং তিনি সফল হন।
১৭ বছর আগে চ্যানেল আইয়ের জন্য নির্মিত নাটকটি তৎকালীন সময়ে বেশ সাড়া ফেলে। প্রায় দেড় যুগ পর ফারুকী এবার ফিরছেন ‘৪২০’র ডাবল-আপ অথ্যাৎ ‘৮৪০’ নিয়ে!
নতুন এই কাজটি নিয়ে আগেই পূর্ভাবাস দিয়েছেন ফারুকী। এবার জানালেন, খুব শিগগির ‘৮৪০’ আসছে দর্শকের দোরগোড়ায়! যদিও নির্মাতা স্পষ্ট করেননি, এটি টিভি ধারাবাহিক, নাকি ওয়েব!
একটি ক্লিপ শেয়ার করে বৃহস্পতিবার ফারুকী জানিয়েছেন,“পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’!”
শুক্রবার দুপুরে নির্মাতা জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৭টায় আসছে ‘৮৪০’-এর ট্রেলার! বলেন,“গত বছর ঠিক এই সময় আমরা শুট করছিলাম ‘৮৪০’! সময়টা মনে রাখা জরুরী নানা কারণে। আজকে রাত ৭টায় ট্রেলার আসছে সম্পূর্ণ দেশী মসলায় নির্মিত ‘৮৪০’র ট্রেলার! এক্সাইটেড!”