বক্স অফিসের আসল যে বস তিনিই, আবারও সেটা প্রমাণ করে দিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। অতিমারী জর্জরিত ভারতীয় বক্স অফিসকে টেনে তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। আর সেই ছবির সিকুয়েলে এখন আক্রান্ত গোটা বিশ্ব। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল।
বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির ৪ দিনে রবিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত প্যান ইন্ডিয়ান এই ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৮৫ কোটি রুপি। যেখানে বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৭৫০ কোটি রুপি!
মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। এছাড়াও একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে।
মাত্র ৪ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে প্রায় ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এছাড়াও প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল এই ছবি। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে ‘পুষ্পা ২’।
এদিকে হিন্দি ভাষায় সবচেয়ে বড় ওপেনার ছবি হিসেবে ‘পুষ্পা ২’এর নাম এখন শীর্ষে। মুক্তির প্রথম দিন ৬৫ কোটি ৫ লাখ রুপি আয় করে এই দৌড়ে এত দিন এগিয়ে ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি। ‘পুষ্পা ২’এর হিন্দি সংস্করণের আয় ৬৭ কোটি রুপি। খান সাম্রাজ্যে এবার থাবা বসিয়েছেন ‘পুষ্পা’রূপী আল্লু অর্জুন। শুধু তা-ই নয়, এই প্রথম কোনো দক্ষিণি ছবি হিন্দি বলয়ে এতটা সাফল্য পেল।
ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে, তবে এটি বক্স অফিসে অশ্বমেধ ঘোড়ার মতো ছুটে চলেছে এই ছবিটি। যার শেষ কোথায় এখনও জানা নেই। দেশের বক্স অফিসে সর্বকালের সেরা আয় করা ছবির দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে ‘পুষ্পা ২’।