সংস্কার চলছে সবখানে। এবার পরিবর্তনের ছোঁয়া লাগলো বাংলাদেশ টেলিভিশনেও। সেখানে পুনর্গঠিত হয়েছে ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয়েছে ১৫ সদস্যের এক তালিকা। কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক।
প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশে টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, সাংবাদিক আহমেদ তেপান্তর, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব এবং অভিনেতা আরশ খান।
কমিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অন্যতম সদস্য অপূর্ণ রুবেল তার প্রতিক্রিয়ায় বলেন, আমার ধারণা যে কোনও সরকারি ‘প্রজ্ঞাপন’-এ নাম ওঠা একই সঙ্গে আনন্দের ও আতঙ্কের। অনেকেই বলছেন জুলাই আন্দোলনে মানসিক, শারীরিক ও সামাজিক মাধ্যমে যুক্ত থাকার কারণে এটা একটা উপহার। আমার আসলে এসব কিছুই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া গেলো। গত এক দশকের বেশি সময় ধরে যে নাটক লিখি সেটার একটা দায়িত্ব কাঁধে এলো।
নির্মাতা মাইদুল ইসলাম রাকিব বলেন, দায়িত্ব পেয়েছি এটা নিয়ে আনন্দিত। যেহেতু দায়িত্ব দিয়েছে অবশ্যই ভালো গল্প ঠিক রেখে বিটিভির নাটকের ফরমেট পরিবর্তন করতে চাই।
কমিটির সদস্যরা বিটিভি’র তালিকাভুক্ত নন এমন স্বাধীন নির্মাতাদের অনুষ্ঠান যাচাই-বাছাই করে প্রচার উপযোগী কিনা, তার মান নির্ণয় করবেন।
ঈদুল ফিতর ২০২৫-এ মুক্তি শাকিব খানের বরবাদ বনাম আফরান নিশোর দাগি