মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপনের অংশ হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ১৬ ডিসেম্বর সকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় চত্তরে বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও মো. আবুল বাশার। এছাড়াও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শামছুল আলম, এ কে এম ফজলুল হক, মো. আমিনুল হক, রূবানা পারভীন, মো. আবু হাসান তালুকদার, মু. আফজাল হোসেন, শাহীনূর সুলতানা ও মো. সামিউল হুদাসহ উর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, রঙিন ব্যানার স্থাপন, অগ্রণী ব্যাংক ভবন আলোকসজ্জায় সজ্জিতের পাশাপাশি বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হয়।