ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিল না: মেহজাবীন

ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে মেহজাবীনকে। অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিলনা একসময়। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাকে থামিয়ে রাখা যায়নি। উচ্চারণ সমস্যা ঠিক করেছেন, বাড়িয়েছেন অভিনয় দক্ষতা।

দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হওয়ার আগ মুহূর্তে এভাবেই নিজের ক্যারিয়ারের শুরুর গল্পগুলো বলছিলেন মেহজাবীন। ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ’প্রিয় মালতী’।এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এ উপলক্ষে ১৫ডিসেম্বর রাতে রাজধানীর অলকমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানান, ছোট্ট করে একটা গল্প শুনিয়ে ছিলেন নির্মাতা সেটাই এত ভালো লেগে ছিল যে কাজের জন্য মানা করতে পারেননি। বিশেষ দিনে নিজের সব সহশিল্পী, সহকর্মী, নির্মাতাদের ধন্যবাদ জানান মেহজাবীন।’ বড়পর্দায় কবে আসছেন মেহজাবীন?’ এই প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে মুক্তি পেলেন তিনি।

আয়োজনের চমক হিসেবে ছিল মেহজাবীনের উপস্থাপনা। মূল আয়াজনটি তিনি নিজেই পরিচালনা করেন, দেন স্বাগত বক্তব্য, আলোচনার মাধ্যমে সিনেমাটির নানাদিক তুলে আনেন অভিনেত্রী, জানান নিজের সম্পর্কেও। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। আয়োজনে এসেছিলেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

যার নির্দেশনায় বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন, সেই শঙ্খ দাশগুপ্ত ও নির্মাণে বহুদিন। বিজ্ঞাপন তো বটেই, হালে ওয়েব সিরিজ নির্মাণেও নাম কামিয়েছেন তিনি। ’প্রিয়মালতী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন তিনিও। জানান, মালতী চরিত্রে তিনি মেহজাবীনকেই ভেবেছিলেন এবং তাকেই পেয়েছেন।

’প্রিয়মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাস। পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোটছোট স্বপ্ন বুনছিলেন তারা।

বিয়ে বার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী–স্ত্রীরখুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

’প্রিয়মালতী’ সিনেমার গল্পকারও চিত্রনাট্যকার শঙ্খদাশ গুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

সিনেমার গল্পটি সত্যঘটনা থেকে অনুপ্রাণিত। অভিনেত্রী, পরিচালক ছাড়াও ফিচার ফিল্মের প্রযোজক হিসেবে অভিষিক্ত হচ্ছেন নির্মাতা–প্রযোজক আদনান আল রাজীব। নির্মাতা হিসেবেই অধিক পরিচিত তিনি। তবে প্রযোজনাতেও সিদ্ধহস্ত রাজীব। এরআগে অনেকগুলো ওটিটি কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি।

এবার সিনেমা প্রযোজনা প্রসঙ্গে বলেন, ”’প্রিয় মালতী’র গল্পটা এতটাই আলাদা যে, মনে হয়েছে এই সিনেমাটি হওয়া দরকার, সেই তাগিদ থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া। আর শঙ্খ এবং তার ভালো সিনেমা বানানোর প্রতি যে চেষ্টা, তা সবসময়ই আমাকে আকৃষ্ট করেছে। একজন সহকর্মী চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি মনে করি একে অপরকে সমর্থন করা এবং একসঙ্গে বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।’

আদনান আল রাজীব জানান, যারা সিনেমাটি দেখবেন, তারা একটা অনুভূতি নিয়ে বের হবেন। যারা গল্পের সিনেমা পছন্দ করেন, অনেকদিন প্রেক্ষাগৃহে আসেন না, তাদের সিনেমাটি ভালো লাগবে বলে মনে করেন তিনি।

২০২৩ সালের ১৯ এপ্রিল আসে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা।গতবছর সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে হয় সিনেমাটির শুটিং।

এরইমধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ’প্রিয়মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা।

সব বয়সী দর্শকদের ছবি ‘প্রিয় মালতী’

সব রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে ‘পুষ্পা ২’!

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিল না: মেহজাবীন

আপডেট সময় ১০:৫৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে মেহজাবীনকে। অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিলনা একসময়। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাকে থামিয়ে রাখা যায়নি। উচ্চারণ সমস্যা ঠিক করেছেন, বাড়িয়েছেন অভিনয় দক্ষতা।

দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হওয়ার আগ মুহূর্তে এভাবেই নিজের ক্যারিয়ারের শুরুর গল্পগুলো বলছিলেন মেহজাবীন। ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ’প্রিয় মালতী’।এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এ উপলক্ষে ১৫ডিসেম্বর রাতে রাজধানীর অলকমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানান, ছোট্ট করে একটা গল্প শুনিয়ে ছিলেন নির্মাতা সেটাই এত ভালো লেগে ছিল যে কাজের জন্য মানা করতে পারেননি। বিশেষ দিনে নিজের সব সহশিল্পী, সহকর্মী, নির্মাতাদের ধন্যবাদ জানান মেহজাবীন।’ বড়পর্দায় কবে আসছেন মেহজাবীন?’ এই প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে মুক্তি পেলেন তিনি।

আয়োজনের চমক হিসেবে ছিল মেহজাবীনের উপস্থাপনা। মূল আয়াজনটি তিনি নিজেই পরিচালনা করেন, দেন স্বাগত বক্তব্য, আলোচনার মাধ্যমে সিনেমাটির নানাদিক তুলে আনেন অভিনেত্রী, জানান নিজের সম্পর্কেও। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। আয়োজনে এসেছিলেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

যার নির্দেশনায় বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন, সেই শঙ্খ দাশগুপ্ত ও নির্মাণে বহুদিন। বিজ্ঞাপন তো বটেই, হালে ওয়েব সিরিজ নির্মাণেও নাম কামিয়েছেন তিনি। ’প্রিয়মালতী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন তিনিও। জানান, মালতী চরিত্রে তিনি মেহজাবীনকেই ভেবেছিলেন এবং তাকেই পেয়েছেন।

’প্রিয়মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাস। পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোটছোট স্বপ্ন বুনছিলেন তারা।

বিয়ে বার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী–স্ত্রীরখুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

’প্রিয়মালতী’ সিনেমার গল্পকারও চিত্রনাট্যকার শঙ্খদাশ গুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

সিনেমার গল্পটি সত্যঘটনা থেকে অনুপ্রাণিত। অভিনেত্রী, পরিচালক ছাড়াও ফিচার ফিল্মের প্রযোজক হিসেবে অভিষিক্ত হচ্ছেন নির্মাতা–প্রযোজক আদনান আল রাজীব। নির্মাতা হিসেবেই অধিক পরিচিত তিনি। তবে প্রযোজনাতেও সিদ্ধহস্ত রাজীব। এরআগে অনেকগুলো ওটিটি কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি।

এবার সিনেমা প্রযোজনা প্রসঙ্গে বলেন, ”’প্রিয় মালতী’র গল্পটা এতটাই আলাদা যে, মনে হয়েছে এই সিনেমাটি হওয়া দরকার, সেই তাগিদ থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া। আর শঙ্খ এবং তার ভালো সিনেমা বানানোর প্রতি যে চেষ্টা, তা সবসময়ই আমাকে আকৃষ্ট করেছে। একজন সহকর্মী চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি মনে করি একে অপরকে সমর্থন করা এবং একসঙ্গে বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।’

আদনান আল রাজীব জানান, যারা সিনেমাটি দেখবেন, তারা একটা অনুভূতি নিয়ে বের হবেন। যারা গল্পের সিনেমা পছন্দ করেন, অনেকদিন প্রেক্ষাগৃহে আসেন না, তাদের সিনেমাটি ভালো লাগবে বলে মনে করেন তিনি।

২০২৩ সালের ১৯ এপ্রিল আসে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা।গতবছর সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে হয় সিনেমাটির শুটিং।

এরইমধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ’প্রিয়মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা।

সব বয়সী দর্শকদের ছবি ‘প্রিয় মালতী’

সব রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে ‘পুষ্পা ২’!