অভিনয় দুনিয়ায় পা রাখেননি, তবে তারকা সন্তান হওয়ায় প্রায়শই চর্চায় থাকেন সাইফ আলী পুত্র ইব্রাহিম আলী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাইফ-অমৃতার ছেলে ইব্রাহিমের একটি ভিডিও। যেখানে ‘জয় শ্রীরাম, জয় শ্রীরাম’ বলে চিৎকার করতে দেখা যাচ্ছে ইব্রাহিমকে।
যে ভিডিও আচমকা দেখলে যে কেউ হয়ত ভাববেন, ‘ইব্রাহিমের হলটা কী?’ সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে দেখা যায়, ইব্রাহিমের গাড়ির সামনে ভিড় করেছেন বেশ কয়েকজন ভিক্ষুক। এদিকে ইব্রাহিমের কাছে তখন নগদ টাকা ছিল না। ইচ্ছে থাকা সত্বেও দিতে পারছিলেন না। এদিকে ইব্রাহিম টাকা না দিলে ভিক্ষুকরা তাকে উদ্দেশ্য করে বলেন বলেন, ‘৫টাকা দিলে আপনার কী এমন ক্ষতি হয়ে যাবে?’
উত্তরে ইব্রাহিমকে বলতে শোনা যায়, ‘আরে ৫ টাকা দিতে তো সমস্য়া নেই, কিন্তু টাকা তো কাছে থাকতে হবে তাই না!’ যদিও ইব্রাহিমকে তার ড্রাইভারের থেকেও টাকা চাইতে দেখা যায়। তবে তিনিও জানান, তার কাছেও টাকা নেই। অগত্যা সাইফ পুত্র আর কীই বা করতে পারতেন!
এরপরই ভিক্ষুক বলে বসেন, ‘আপনার থেকে আপনার বাবার মন অনেক ভালো।’ তখনই কিছুটা ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম বলেন, ‘তাহলে আমার বাবাকেই ফোন করো।’ এরপরই হাতজোর করে ‘জয় শ্রীরাম’ বলে নিষ্কৃতি চান ইব্রাহিম। তবে অনেক ভিক্ষুকদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাকে।
সাইফ পুত্রের এমন সারল্য দেখে নেট দুনিয়া প্রশংসায় পঞ্চমুখ।