ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
অনূর্ধ্ব-১৯ মেয়েদের এশিয়া কাপ

ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

কিছুদিন আগে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ ছেলেদের যুব দল। সুযোগ এসেছিল মেয়েদেরও। বছরের শেষটা শিরোপায় রাঙাতে পারেনি মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে ভারতের কাছে হেরে গেছে ৪১ রানে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বায়েওমাস স্টেডিয়ামে রোববার সকালে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। সর্বোচ্চ ৫২ রান করেন গংদি তৃষা। জবাবে ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা থামে ৭৬ রানে।

১১৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৮ রানের মাথায় ভিজে যোশিতার বলে রানের খাতা খোলার আগে আউট হয়ে ফেরেন মোসাম্মৎ ইভা। আরেক টপঅর্ডার সুমাইয়া আক্তারকে ফেরান ব্যারনেস সিসোদিয়া। তার ব্যাটে আসে ৮ রান। চাপে পড়ে জুনিয়র টিম টাইগ্রেস।

অন্যপ্রান্ত থেকে ওপেনার ফাহমিদা ছোয়া আশা জাগালেও ২৪ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। ১২তম ওভারের শেষ বলে অধিনায়ক সুমাইয়া আক্তার আউট হলে ৫৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আসা যাওয়ার মিছিলের মাঝে শুধু উইকেটরক্ষক ব্যাটার জুরিয়া ফিরদৌসের ব্যাটে আসে ৩০ বলে ২২ রানের ইনিংস।বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পাননি। শেষপর্যন্ত সব উইকেট হারিয়ে ৭৬ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে ৩.৩ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আয়ুষি শুক্লা। ২টি করে উইকেট নেন সোনম যাদব ও ব্যারনেস সিসোদিয়া।

এর আগে বাংলাদেশ শুরু থেকে ভারতের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা লড়াকু পুঁজি এনে দেন। দুই ওপেনার কামিলনী ও তৃষা গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারজানা। ৯ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

প্রথম উইকেটের পর একপ্রান্তে উইকেট হারাতে থাকে ভারত। অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন তৃষা। ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। ১৭ রান আসে মিথিলা বিনোদের ব্যাটে। অধিনায়ক নিকি প্রসাদ ১২ ও আয়ুষি শুক্লা ১০ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ১১৭ রানে থামে টিম ইন্ডিয়া।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অনূর্ধ্ব-১৯ মেয়েদের এশিয়া কাপ

ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আপডেট সময় ১১:৩৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

কিছুদিন আগে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ ছেলেদের যুব দল। সুযোগ এসেছিল মেয়েদেরও। বছরের শেষটা শিরোপায় রাঙাতে পারেনি মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে ভারতের কাছে হেরে গেছে ৪১ রানে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বায়েওমাস স্টেডিয়ামে রোববার সকালে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। সর্বোচ্চ ৫২ রান করেন গংদি তৃষা। জবাবে ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা থামে ৭৬ রানে।

১১৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৮ রানের মাথায় ভিজে যোশিতার বলে রানের খাতা খোলার আগে আউট হয়ে ফেরেন মোসাম্মৎ ইভা। আরেক টপঅর্ডার সুমাইয়া আক্তারকে ফেরান ব্যারনেস সিসোদিয়া। তার ব্যাটে আসে ৮ রান। চাপে পড়ে জুনিয়র টিম টাইগ্রেস।

অন্যপ্রান্ত থেকে ওপেনার ফাহমিদা ছোয়া আশা জাগালেও ২৪ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। ১২তম ওভারের শেষ বলে অধিনায়ক সুমাইয়া আক্তার আউট হলে ৫৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আসা যাওয়ার মিছিলের মাঝে শুধু উইকেটরক্ষক ব্যাটার জুরিয়া ফিরদৌসের ব্যাটে আসে ৩০ বলে ২২ রানের ইনিংস।বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পাননি। শেষপর্যন্ত সব উইকেট হারিয়ে ৭৬ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে ৩.৩ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আয়ুষি শুক্লা। ২টি করে উইকেট নেন সোনম যাদব ও ব্যারনেস সিসোদিয়া।

এর আগে বাংলাদেশ শুরু থেকে ভারতের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা লড়াকু পুঁজি এনে দেন। দুই ওপেনার কামিলনী ও তৃষা গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারজানা। ৯ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

প্রথম উইকেটের পর একপ্রান্তে উইকেট হারাতে থাকে ভারত। অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন তৃষা। ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। ১৭ রান আসে মিথিলা বিনোদের ব্যাটে। অধিনায়ক নিকি প্রসাদ ১২ ও আয়ুষি শুক্লা ১০ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ১১৭ রানে থামে টিম ইন্ডিয়া।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ফারজানা ইয়াসমিন।