ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

টাঙ্গাইলে লাইভ চলাকালে জুবায়ের পন্থীদের সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬

টাঙ্গাইলে জুবায়ের পন্থীদের নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী চলছিল। এসময় লাইভ চলাকালে জুবায়ের পন্থী শব্দ উচ্চারণ করায় ডিবিসি নিউজের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ৬ সাংবাদিক আহত হয়েছেন।

আজ রোববার (২২ ডিসেম্বর) বিকেল তিনটায় লাইভ চলাকালে এ ঘটনা ঘটে ।

১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত টাঙ্গাইলে সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দিতে যান জুবায়ের পন্থীরা। ডিসি ও এসপির অসৎ আচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বিকেল ৩ টার সংবাদে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন সময়ে রিপাের্টার সোহেল তালুকদার জুবায়েরপন্থী বলায় তার ওপর হামলা করা হয়।

এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল আহত হয়।

আহত সাংবাদিকরা বলেন, ডিবিসি নিউজের লাইভে জুবায়ের পন্থী শব্দ উল্লেখ করার সাথে সাথে রিপোর্টার সোহেল তালুকদারের ওপর হামলা করেন জুবায়েরপন্থীরা। এসময় তাকে উদ্ধার করতে গেলে অন্য সাংবাদিকদের ওপরও হামলা করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আহত সাংবাদিকরা ।

এ ঘটনায় এলেমপন্থীর নেতৃবৃন্দ (জুবায়েরপন্থী) টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্য সাংবাদিকরা। জড়িতদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

টাঙ্গাইলে লাইভ চলাকালে জুবায়ের পন্থীদের সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬

আপডেট সময় ১২:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে জুবায়ের পন্থীদের নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী চলছিল। এসময় লাইভ চলাকালে জুবায়ের পন্থী শব্দ উচ্চারণ করায় ডিবিসি নিউজের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ৬ সাংবাদিক আহত হয়েছেন।

আজ রোববার (২২ ডিসেম্বর) বিকেল তিনটায় লাইভ চলাকালে এ ঘটনা ঘটে ।

১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত টাঙ্গাইলে সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দিতে যান জুবায়ের পন্থীরা। ডিসি ও এসপির অসৎ আচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বিকেল ৩ টার সংবাদে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন সময়ে রিপাের্টার সোহেল তালুকদার জুবায়েরপন্থী বলায় তার ওপর হামলা করা হয়।

এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল আহত হয়।

আহত সাংবাদিকরা বলেন, ডিবিসি নিউজের লাইভে জুবায়ের পন্থী শব্দ উল্লেখ করার সাথে সাথে রিপোর্টার সোহেল তালুকদারের ওপর হামলা করেন জুবায়েরপন্থীরা। এসময় তাকে উদ্ধার করতে গেলে অন্য সাংবাদিকদের ওপরও হামলা করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আহত সাংবাদিকরা ।

এ ঘটনায় এলেমপন্থীর নেতৃবৃন্দ (জুবায়েরপন্থী) টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্য সাংবাদিকরা। জড়িতদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।