ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ফরিদপুরে ছাত্রীকে তৃতীয় বিয়ে নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষ আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় জামাই-শ্বশুরের দ্বন্দ্বে গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, উপজেলার মুনসুরাবাদ গ্রামের ইলিয়াস মাতুব্বরের মেয়ে (১৬) গ্রামের একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসার শিক্ষক জাহিদ মোল্লার (৪০) আগে আরও দুই স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। বছর দেড়েক আগে তিনি মাদ্রাসার ওই ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে আজও মেনে নেননি ওই ছাত্রীর বাবা ইলিয়াস মাতুব্বর। জামাতা জাহিদ মোল্লার বড় ভাই আলমগীর মোল্লা হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। জাহিদের তৃতীয় স্ত্রীর বাবা ইলিয়াস মাতুব্বরের চাচাতো ভাই বাবর আলী মাতুব্বর হামিরদী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এ কারণে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষে বিরোধ রয়েছে। দুই পক্ষের মধ্যে অনেকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে ইলিয়াস মাতুব্বরকে একা পেয়ে তাঁর জামাতা জাহিদ মোল্লার চাচাতো ভাই রাসেল মোল্লা কটাক্ষ করেন। এ বিষয়ে ইলিয়াস মাতুব্বর অপমানবোধ করে গ্রামে তাঁর পক্ষের লোকজনকে জানায়। এ নিয়ে দুই পক্ষে তর্ক-বিতর্ক হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মুনসুরাবাদ বাজারে ইলিয়াস মাতুব্বরকে মারধর করে জামাই জাহিদ মোল্লার লোকজন। এর জেরে বুধবার সকালে জামাই ও শ্বশুর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সংঘর্ষে গুরুতর আহত চম্পা বেগম (৩০) ও রিয়াজ মাতুব্বরকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইখলাস মাতুব্বরকে (৩৫) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইলিয়াস মাতুব্বরের ভাই ইখলাস মাতুব্বর বলেন, জাহিদ মোল্লা মাদ্রাসার শিক্ষক হয়েও তাঁর ছাত্রী আমার ভাতিজিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। এটা জাহিদের তৃতীয় বিয়ে। আমরা এ বিয়ে মেনে নিইনি। এ কারণে জাহিদের ভাইয়েরা সব সময় আমাদের কটাক্ষ করে। গত মঙ্গলবারও আমার বড় ভাইকে কটাক্ষ করে। প্রতিবাদ করায় তাঁকে মারধর করে। আজও আমাদের ওপর জাহিদ ও তাঁর বড় ভাই ইউপি সদস্য আলমগীর মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফরিদপুরে ছাত্রীকে তৃতীয় বিয়ে নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষ আহত ১০

আপডেট সময় ১১:১৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরের ভাঙ্গায় জামাই-শ্বশুরের দ্বন্দ্বে গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, উপজেলার মুনসুরাবাদ গ্রামের ইলিয়াস মাতুব্বরের মেয়ে (১৬) গ্রামের একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসার শিক্ষক জাহিদ মোল্লার (৪০) আগে আরও দুই স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। বছর দেড়েক আগে তিনি মাদ্রাসার ওই ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে আজও মেনে নেননি ওই ছাত্রীর বাবা ইলিয়াস মাতুব্বর। জামাতা জাহিদ মোল্লার বড় ভাই আলমগীর মোল্লা হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। জাহিদের তৃতীয় স্ত্রীর বাবা ইলিয়াস মাতুব্বরের চাচাতো ভাই বাবর আলী মাতুব্বর হামিরদী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এ কারণে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষে বিরোধ রয়েছে। দুই পক্ষের মধ্যে অনেকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে ইলিয়াস মাতুব্বরকে একা পেয়ে তাঁর জামাতা জাহিদ মোল্লার চাচাতো ভাই রাসেল মোল্লা কটাক্ষ করেন। এ বিষয়ে ইলিয়াস মাতুব্বর অপমানবোধ করে গ্রামে তাঁর পক্ষের লোকজনকে জানায়। এ নিয়ে দুই পক্ষে তর্ক-বিতর্ক হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মুনসুরাবাদ বাজারে ইলিয়াস মাতুব্বরকে মারধর করে জামাই জাহিদ মোল্লার লোকজন। এর জেরে বুধবার সকালে জামাই ও শ্বশুর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সংঘর্ষে গুরুতর আহত চম্পা বেগম (৩০) ও রিয়াজ মাতুব্বরকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইখলাস মাতুব্বরকে (৩৫) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইলিয়াস মাতুব্বরের ভাই ইখলাস মাতুব্বর বলেন, জাহিদ মোল্লা মাদ্রাসার শিক্ষক হয়েও তাঁর ছাত্রী আমার ভাতিজিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। এটা জাহিদের তৃতীয় বিয়ে। আমরা এ বিয়ে মেনে নিইনি। এ কারণে জাহিদের ভাইয়েরা সব সময় আমাদের কটাক্ষ করে। গত মঙ্গলবারও আমার বড় ভাইকে কটাক্ষ করে। প্রতিবাদ করায় তাঁকে মারধর করে। আজও আমাদের ওপর জাহিদ ও তাঁর বড় ভাই ইউপি সদস্য আলমগীর মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।