ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

চ্যাম্পিয়ন্স ট্রফি: ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকায় নেই বাংলাদেশ

অপেক্ষা শেষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ৮ দলের অংশগ্রহণে হতে চলা টুর্নামেন্ট গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ১৫ ম্যাচের আসরের পর্দা নামবে ৯ মার্চ। আসরের ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকা করেছে আইসিসি। নেই বাংলাদেশের নাম।

অফিসিয়াল বিবৃতিতে গ্রুপপর্বের ম্যাচগুলো থেকে পাঁচটি ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে ভারতের দুটি ম্যাচ স্থান পেয়েছে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তালিকায় নাম আছে আফগানিস্তানেরও। অবশ্য কেনো ম্যাচগুলো ‘মাস্ট ওয়াচ’ তার ব্যাখ্যাও দিয়েছে আইসিসি।

ভারত-পাকিস্তান, ২৩ ফেব্রুয়ারি (দুবাই)
২০১৩ সালের পর থেকে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয় এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে। দুদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। যে মাঠেই খেলা হোক, গ্যালারি থাকে ভরপুর, বিশ্বজুড়েই থাকে চাহিদার শীর্ষে।

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা, ২৫ ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)
গতবছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমি থেকে বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা। দুদলের লড়াই জমেও বেশ। রাওয়ালপিন্ডিতে দুদলই নিজেদের স্পিন শক্তি দেখাবে। প্রোটিয়াদের শোধ নেয়ার সুযোগও রয়েছে ম্যাচটিতে।

আফগানিস্তান-অস্ট্রেলিয়া, ২৮ ফেব্রুয়ারি (লাহোর)
বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ২০১ রানের ইনিংসটি ভোলার মতো নয়। আফগানিস্তানের হাত থেকে ম্যাচ কেড়ে নিয়ে যান ম্যাক্সওয়েল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে আবারও মুখোমুখি দুদল। শোধ নেয়ার সুযোগ আফগানদের সামনেও। যদিও শক্তি বিবেচনায় অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে।

সাউথ আফ্রিকা-ইংল্যান্ড, ১ মার্চ (করাচি)
বড় মঞ্চে নিজেদের সেরাটা দেখাতে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড সক্ষম। ইংলিশদের ব্যাটিং লাইনআপ এবং প্রোটিয়া অলরাউন্ডারদের লড়াইটা জমবে বেশ। তাই রাখা হয়েছে ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকায়।

ভারত-নিউজিল্যান্ড, ২ মার্চ (দুবাই)
২০২৩ বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। একবার গ্রুপপর্বে এবং একবার সেমিতে। দুবারই কিউইদের হারায় ভারত। ২০০৩ সালের পর আইসিসি ইভেন্টে ব্ল্যাক ক্যাপসদের হারানোর রেকর্ড এটি। সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। তাদের ম্যাচটিও আকর্ষণীয় হতে চলেছে ধরা হচ্ছে।

দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, সঙ্গী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। ১৯ দিনের টুর্নামেন্টে ১৫টি ম্যাচ হবে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে মোট চার ভেন্যুতে লড়বে দলগুলো। ভারতের সব ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি সব ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। সব ম্যাচই দিবারাত্রির।

ইতিহাস গড়ল পাকিস্তান, ‘প্রথমবার হোয়াইটওয়াশ’ দ. আফ্রিকা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চ্যাম্পিয়ন্স ট্রফি: ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকায় নেই বাংলাদেশ

আপডেট সময় ১২:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

অপেক্ষা শেষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ৮ দলের অংশগ্রহণে হতে চলা টুর্নামেন্ট গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ১৫ ম্যাচের আসরের পর্দা নামবে ৯ মার্চ। আসরের ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকা করেছে আইসিসি। নেই বাংলাদেশের নাম।

অফিসিয়াল বিবৃতিতে গ্রুপপর্বের ম্যাচগুলো থেকে পাঁচটি ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে ভারতের দুটি ম্যাচ স্থান পেয়েছে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তালিকায় নাম আছে আফগানিস্তানেরও। অবশ্য কেনো ম্যাচগুলো ‘মাস্ট ওয়াচ’ তার ব্যাখ্যাও দিয়েছে আইসিসি।

ভারত-পাকিস্তান, ২৩ ফেব্রুয়ারি (দুবাই)
২০১৩ সালের পর থেকে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয় এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে। দুদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। যে মাঠেই খেলা হোক, গ্যালারি থাকে ভরপুর, বিশ্বজুড়েই থাকে চাহিদার শীর্ষে।

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা, ২৫ ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)
গতবছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমি থেকে বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা। দুদলের লড়াই জমেও বেশ। রাওয়ালপিন্ডিতে দুদলই নিজেদের স্পিন শক্তি দেখাবে। প্রোটিয়াদের শোধ নেয়ার সুযোগও রয়েছে ম্যাচটিতে।

আফগানিস্তান-অস্ট্রেলিয়া, ২৮ ফেব্রুয়ারি (লাহোর)
বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ২০১ রানের ইনিংসটি ভোলার মতো নয়। আফগানিস্তানের হাত থেকে ম্যাচ কেড়ে নিয়ে যান ম্যাক্সওয়েল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে আবারও মুখোমুখি দুদল। শোধ নেয়ার সুযোগ আফগানদের সামনেও। যদিও শক্তি বিবেচনায় অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে।

সাউথ আফ্রিকা-ইংল্যান্ড, ১ মার্চ (করাচি)
বড় মঞ্চে নিজেদের সেরাটা দেখাতে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড সক্ষম। ইংলিশদের ব্যাটিং লাইনআপ এবং প্রোটিয়া অলরাউন্ডারদের লড়াইটা জমবে বেশ। তাই রাখা হয়েছে ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকায়।

ভারত-নিউজিল্যান্ড, ২ মার্চ (দুবাই)
২০২৩ বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। একবার গ্রুপপর্বে এবং একবার সেমিতে। দুবারই কিউইদের হারায় ভারত। ২০০৩ সালের পর আইসিসি ইভেন্টে ব্ল্যাক ক্যাপসদের হারানোর রেকর্ড এটি। সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। তাদের ম্যাচটিও আকর্ষণীয় হতে চলেছে ধরা হচ্ছে।

দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, সঙ্গী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। ১৯ দিনের টুর্নামেন্টে ১৫টি ম্যাচ হবে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে মোট চার ভেন্যুতে লড়বে দলগুলো। ভারতের সব ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি সব ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। সব ম্যাচই দিবারাত্রির।

ইতিহাস গড়ল পাকিস্তান, ‘প্রথমবার হোয়াইটওয়াশ’ দ. আফ্রিকা