পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় পঞ্চগড়ের ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে শুরু হয়েছে শীত আনন্দ উৎসব
২৮ ডিসেম্বর শনিবার দুপুরে মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তেঁতুলিয়া উপজেলার ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ শ শিক্ষার্থীর মাঝে এই শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর , বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) পঞ্চগড়, ফজলে রাব্বী, উপজেলা নির্বাহী অফিসার, তেঁতুলিয়া, পঞ্চগড়, সারজিস আলম, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ । জাকির হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি:। মোহাম্মদ মণ্জু মোল্লা, ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি: । অঞ্জন মল্লিক এফসিএ, ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি:। এনায়েত কবীর, অফিসার ইনচার্জ, তেঁতুলিয়া মডেল থানা। শাহাদাত হোসেন রণ্জু আহব্বায়ক তেঁতুলিয়া উপজেলা বিএনপি, রেজাউল করিম শাহিন, সদস্য সচিব, তেঁতুলিয়া উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু সাঈদ মিঞা , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ও প্রধান শিক্ষক শিরিন সুলতানা।
আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ও কবীর আহমেদ আকন্দ, প্রতিষ্ঠাতা শিশুস্বর্গ ফাউন্ডেশন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজ উদ্দীন আহম্মেদ, সভাপতি ব্রাইট স্টার ক্লাব, তেঁতুলিয়া পঞ্চগড়।