আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম এর অন্যত্র বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকাল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী হৃষিকেশ রায়,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।
নিজের অনুভুতি ব্যক্ত করে এবং দোয়া চেয়ে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তারা বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তার কর্মদক্ষতা এবং ব্যক্তিত্বের প্রশংসা করা ছাড়াও তার ভবিষ্যত কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শেষে তাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপজেলা অফিসার্স ক্লাবের সকল সদস্য সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।