বিপিএলের অন্যতম তারকা সমৃদ্ধ দল ফরচুন বরিশাল। শুরুটা ভালো হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি। তবে তাতে হতাশ নন দলটির অন্যতম তারকা অলরাউন্ডার কাইল মায়ার্স। তার আশা শিগগিরই ছন্দে ফিরবে বরিশাল।
সোমবার সিলেট পর্বের শুরুর দিন দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। তার আগের দিন সংবাদ সম্মেলনে এমন বলেছেন ক্যারিবীয় তারকা ক্রিকেটার।
নিজেদের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ১৯৭ রান তাড়া করে জিতেছিল বরিশাল। দ্বিতীয় ম্যাচে রংপুরর রাইডার্সের বিপক্ষে ১২৪ রানে গুটিয়ে যায় দলটি। হঠাৎ ছন্দ পতনে হতাশ নন মায়ার্স।
তার মতে, ‘নতুন মৌসুম, নতুন দল। দলটা বেশ ভালো। এখনও যদিও যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সাথেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’
‘মাত্র দুটি ম্যাচ গেল। সামনে কী আশা করা যায় তা এখনই বলতে পারছি না। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। মাত্র দুটি ম্যাচ খেলেছি তাই এখনও চিন্তিত নই। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।’
বিপিএলের গত আসরেও বরিশালের হয়ে খেলেছিলেন মেয়ার্স। গত বিপিএলের তুলনায় এবারের আসরে উইকেট আরও ভালো বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে সিলেটেও ভালো উইকেটের প্রত্যাশা তার।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আগের বিপিএলের মতো একইরকম মনে হচ্ছে। উইকেট ফ্রেশ, টুর্নামেন্টও মাত্র শুরু হলো। ঢাকায় আগের ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল। আশা করি এখানেও উইকেট এমনই হবে।’