ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার সরকারের কাজ-কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন : শামসুজ্জামান দুদু দর্শনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা; নিহত ৩৮

রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

ক্রিস্টিয়ানো রোনালদো যেন ছুটছেন তারুণ্যে ভর দিয়ে। ৩৯ বছর বয়সে এসেও টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর দুরন্ত পারফরম্যান্সে বড় জয়ের দেখা পেয়েছে আল-নাসের। সৌদি প্রো লিগে আজ বুধবার (৩ এপ্রিল) আভার বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পায় দলটি।

আভার মাঠ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই রোনালদো নিজের ঝলক দেখান। ১১ মিনিটে পান নিজের প্রথম গোলের দেখা। দল এগিয়ে যায় এক গোলে। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিআরসেভেন। প্রথম দুটি গোলই আসে ফ্রি কিক থেকে। পর্তুগিজ তারকা এদিন ছিলেন অনবদ্য ছন্দে।

কেবল গোল করেই ক্ষান্ত হননি। ৩৩ মিনিটে সাদিও মানের করা গোলটির কারিগর ছিলেন রোনালদো। এরপর ৪১ মিনিটে আভার তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে দারুণ এক লবে দলের পঞ্চম গোল করেন আল-নাসের অধিনায়ক। পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

৪৪ মিনিটে আব্দুল মাজিদের করা গোলটির অ্যাসিস্টও করেন রোনালদো। প্রথামার্ধে দলের করা পাঁচ গোলের সবকটিতে অবদান রাখেন তিনি। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে রহমান ঘারিব লক্ষ্যভেদ করলে আল-নাসের এগিয়ে যায় ছয় গোলে। এরপর ৬৩ ও ৮৬ মিনিটে জোড়া গোল করেন আবদুল আল আলিওয়া। এতে প্রতিপক্ষের মাঠ থেকে আট গোলের বড় জয় নিয়ে ঘরে ফেরে আল-নাসের।

আরো পড়ুন :  ক্রীড়া সংগঠক ইউসুফ মারা গেছেন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

আপডেট সময় ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদো যেন ছুটছেন তারুণ্যে ভর দিয়ে। ৩৯ বছর বয়সে এসেও টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর দুরন্ত পারফরম্যান্সে বড় জয়ের দেখা পেয়েছে আল-নাসের। সৌদি প্রো লিগে আজ বুধবার (৩ এপ্রিল) আভার বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পায় দলটি।

আভার মাঠ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই রোনালদো নিজের ঝলক দেখান। ১১ মিনিটে পান নিজের প্রথম গোলের দেখা। দল এগিয়ে যায় এক গোলে। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিআরসেভেন। প্রথম দুটি গোলই আসে ফ্রি কিক থেকে। পর্তুগিজ তারকা এদিন ছিলেন অনবদ্য ছন্দে।

কেবল গোল করেই ক্ষান্ত হননি। ৩৩ মিনিটে সাদিও মানের করা গোলটির কারিগর ছিলেন রোনালদো। এরপর ৪১ মিনিটে আভার তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে দারুণ এক লবে দলের পঞ্চম গোল করেন আল-নাসের অধিনায়ক। পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

৪৪ মিনিটে আব্দুল মাজিদের করা গোলটির অ্যাসিস্টও করেন রোনালদো। প্রথামার্ধে দলের করা পাঁচ গোলের সবকটিতে অবদান রাখেন তিনি। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে রহমান ঘারিব লক্ষ্যভেদ করলে আল-নাসের এগিয়ে যায় ছয় গোলে। এরপর ৬৩ ও ৮৬ মিনিটে জোড়া গোল করেন আবদুল আল আলিওয়া। এতে প্রতিপক্ষের মাঠ থেকে আট গোলের বড় জয় নিয়ে ঘরে ফেরে আল-নাসের।

আরো পড়ুন :  ক্রীড়া সংগঠক ইউসুফ মারা গেছেন