দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক নির্যাতিত যুবদল নেতা মোহাম্মদ কামাল সওদাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে বিকালে পদুয়া রাজারহাট নুরে মনির কনভেনশন হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১২ জানুয়ারি) বিকালে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের ফেইসবুক আইডি হতে তাকে ও কয়েকজন যুবদল নেতাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমার বাড়ি সাবেক পররাষ্ট্র মন্তী ড. হাছান মাহমুদের এলাকায়, “আওয়ামী দুঃশ্বাসনের সাথে আপোষ না করায় গত ১৭ বছর দেশে মামলা হামলার শিকার হয়েছি। এলাকায় থেকেও দলকে সুসংগঠিত করতে কাজ করেছি। জেলা থেকে তৃণমূল পর্যায়ের প্রত্যেক নেতৃবৃন্দ যে যখন যোগাযোগ করেছে কিংবা আমি খবর পেয়েছি তাদের সবার পাশে থাকার চেষ্টা করেছি।
সাধারণ নেতৃবৃন্দের কাছে আমার গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বীত হয়ে শেখ হাসিনার দোষর আওয়ামীলীগ ও কতিপয় কিছু নেতৃবৃন্দ ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই অপপ্রচার তারই একটা অংশ বলে আমি মনে করি।”
মোহাম্মদ কামাল সওদাগর বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া একজন সৈনিক। ৯৬ সালের পর থেকে নানা হামলা, মামলার পরও আমার নিজ অবস্থান থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি৷
তিনি বলেন, আমি কোন গ্রুপিংয়ের রাজনীতি করি না। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই আমি কাজ করবো৷ মিথ্যা অপপ্রচারের সাথে জড়িতদেরও অচিরেই মুখোশ উন্মোচন করাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,দক্ষিন রাঙ্গুনিয়া যুবদলের সাধারন সম্পাদক মহরম আলী মান্না, যুবদল নেতা ও শহিদ জিয়া ঐক্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক আকাশ বড়ুয়া, মো: রুবেল ও বিএনপি নেতা মো: লালু মিয়া।
এসময় নেতৃবৃন্দরা চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের ফেইসবুক আইডি হতে যুবদল নেতা মো: কামাল সওদাগর ও কয়েকজন যুবদল নেতাকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারী আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী ফরিদ মিয়া,যুবদল নেতা মো:মনির, মো:শাহ আলম, মো:তাজুল ইসলাম ও শহিদ জিয়া ঐক্য পরিষদের সদস্য কামালসহ এলাকার বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।