তাসকিন আহমেদ ২০২৪ সালে ওয়ানডে খেলেছেন মাত্র সাতটি। গত বছর অবশ্য অন্যান্য বছরের তুলনায় প্রায় সব দলই তুলনামূলক কম ওয়ানডে ম্যাচ খেলেছে। বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে মনোযোগ ছিল বেশি। তবে, অল্প ম্যাচেও তাসকিন ছিলেন ছন্দে। যার স্বীকৃতি হিসেবে জায়গা পেয়েছেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে।
উইজডেনকে বলা হয় ক্রিকেটের বাইবেল। মর্যাদার এই ম্যাগাজিনের বর্ষসেরা একাদশে সুযোগ পাওয়া তাসকিনের জন্য বিশেষই বটে। তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন এই স্পিডস্টার। গত বছর সাত ম্যাচে তাসকিনের অর্জন ১৪ উইকেট। স্ট্রাইক ও ইকোনমি রেটও চমৎকার। উইকেটপ্রতি রান দিয়েছেন ২৩.৯। টি-টোয়েন্টির যুগে এসে ওভারপ্রতি রান ৫.৩।
একাদশে ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের সাইম আইয়ুব ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। টপঅর্ডারে উইজডেন বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিচি কার্টি ও লঙ্কান কুশাল মেন্ডিসকে। তালিকায় আফগানিস্তানের আছেন দুইজন। আজমতউল্লাহ ওমরজাই ও আল্লাহ গজনফর।
ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোন আছেন একাদশে। আরেক ক্যারিবীয় তারকা শেরফান রাদারফোর্ডকে রাখা হয়েছে একাদশে। শ্রীলঙ্কান তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গার জায়গা হয়েছে বর্ষসেরা ওয়ানডে একাদশে।
তাসকিনের সঙ্গে পেসার হিসেবে আছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি গত বছর ওয়ানডেতে নিয়েছেন ১৫ উইকেট। তালিকায় জায়গা হয়নি ভারত ও অস্ট্রেলিয়ার কোনো তারকার।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কিচি কার্টি, কুশাল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ গজনফর, তাসকিন আহমেদ।