মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠছে আজ। শনিবার (১৮ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। প্রথম দিনে অনুষ্ঠিত হবে একাধিক ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় বাঙ্গির ক্রিকেট ওভালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
এই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাঘিনীরা। এর আগে বিশ্বকাপের ফটোসেশনের দিন বড় কিছু করার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রস্তুতিটাও দুর্দান্ত হয়েছে তাদের। এবার মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দেয়ার পালা।
বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মত ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া ইসলাম লাকী খাতুন, জান্নাতুল মাওয়া ও সাদিয়া আক্তার।
উল্লেখ্য, এবারের আসরে অংশ নিচ্ছে ১৬টি দল। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।