রাজশাহী মোহনপুর উপজেলার ২নংঘাসিগ্রাম ইউনিয়নে হতদরিদ্র গরিব-দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের হলরুমে মোহনপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ছাত্র সমন্বয়করা।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আমিনুল ইসলাম, অত্র পরিষদের সচিব রাকিবুল ইসলাম, সহকারি সচিব খালিদুল ইসলাম সজীব, মোহনপুর উপজেলার বৈষম্য ছাত্র আন্দোলনের সমনায়কদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, মোঃখালিদ হোসেন মিলু, মোঃমামুনুর রশিদ, মো: আবির আহমেদ, মোঃ রাসেল, মোঃ ইয়াহিয়া, মোঃ সালমান, মোঃ আসিফ মাহমুদ, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্য ও গণমান্য ব্যক্তিবর্গ।