কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাব- এর যৌথ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক, যুগ্ম সাধারন সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ও মানবিক সাংবাদিক এবং মানবাধিকার কর্মী নুরুল আমিন, সদস্য মোর্শেদুর রহমান আনিস ।
এ সময় এ উপজেলায় কর্মরত পত্রিকার হকার সহ অসহায় শীতার্ত পরিবারের মাঝে অর্ধ-শতাধিক কম্বল বিতরন করা হয়।
উপকারভোগী ষাটোর্দ্ধ বৃদ্ধ দুলাল ও সওদাগর বলেন, এবার যে জার (শীত) পড়ছে, মোর এখান কম্বল খুব দরকার আছিল। কম্বল প্যায়া খুব উপকার হইল বাহে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি বলেন ভবিষ্যতে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।