বুধবার (২৬ ফেব্রুয়ারি) ২০২৫ ইং বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ হযরত আলী।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কোরান তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরই বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেয় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা।
এরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম বিদায়ী পরীক্ষার্থী ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশানমূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, এ বিদায় চির বিদায় নয়, এ বিদায় নতুন জায়গা ও উচ্চতর শিক্ষা গ্রহণের বিদায়।
পরে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, উপহার প্রদান ও দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক বকুল হোসেন, আতিকুর রহমান, মিজানুর রহমান, লুৎফর রহমান, দুলাল হোসেন, জীবন নাহার খানম,রুনা, ও রিমা খাতুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মনোহর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ আবু ফাত্তাহ, টিক্কা খান, সাংবাদিক রেজাউল করিম সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।