ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্রসহ আটক

সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) রাতে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে হান্নান বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তারা ডাকাতির পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। অভিযান চালিয়ে বাহিনীপ্রধান মো. হান্নান শেখসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বাঁশতলী এলাকা থেকে সহযোগী মো. হাবিবুর রহমানকে দুটি একনলা বন্দুক ও তিনটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।
আটক জলদস্যুরা হলেন— মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) ও মো. হাবিবুর রহমান (৫৫)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্রসহ আটক

আপডেট সময় ১২:০০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) রাতে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে হান্নান বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তারা ডাকাতির পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। অভিযান চালিয়ে বাহিনীপ্রধান মো. হান্নান শেখসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বাঁশতলী এলাকা থেকে সহযোগী মো. হাবিবুর রহমানকে দুটি একনলা বন্দুক ও তিনটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।
আটক জলদস্যুরা হলেন— মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) ও মো. হাবিবুর রহমান (৫৫)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।