ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জাবির ৯ শিক্ষক বরখাস্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিন্ডিকেট সভা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় মদদ দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নয়জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিনগত রাত ৩টায় শেষ হওয়া বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন–সাবেক উপউপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ইস্রাফিল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, ইতিহাস বিভাগের অধ্যপক হোসনে আরা, রবীন্দ্রনাথ ঠাকুর হলের সাবেক প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দীন সিকদার।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় মদদ দেওয়ার অভিযোগে নয়জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্যপ্রমাণ সংগ্রহ করতে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া অবসরে যাওয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাবির ৯ শিক্ষক বরখাস্ত

আপডেট সময় ১২:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় মদদ দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নয়জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিনগত রাত ৩টায় শেষ হওয়া বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন–সাবেক উপউপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ইস্রাফিল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, ইতিহাস বিভাগের অধ্যপক হোসনে আরা, রবীন্দ্রনাথ ঠাকুর হলের সাবেক প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দীন সিকদার।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় মদদ দেওয়ার অভিযোগে নয়জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্যপ্রমাণ সংগ্রহ করতে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া অবসরে যাওয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার