রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে মরিয়ম নগর জামায়াতে ইসলামী নিজ কার্যালয়ে ইফতার, ঈদ উপহার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাছান মুরাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম (৭) রাঙ্গুনিয়া আসনে পদপ্রার্থী, কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরা ও আইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।
রাঙ্গুনিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাছান মুরাদ।
এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এয়াকুব আলী মনি,মঞ্জুরুল ইসলাম,নুরুল আবছার চৌধুরী ও সাংবাদিক ইলিয়াছ তালুকদার।
ইফতার মাহফিলে সিনিয়র সাংবাদিক মীর খান মামুন,রাহাত মামুন,শান্তি রঞ্জন চাকমা, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান,আজিজুল ইসলাম,আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা,তৈয়বুল ইসলাম,জাহেদুল ইসলাম, মুহাম্মদ ইদ্রিস,মুহাম্মদ নেজাম উদ্দিন,নাজিম উদ্দিন, মুজিবুল্লাহ আাহাদ, ইসমাইল হোসেন নয়ন,হাসানাত আরিফসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।”
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান শেষে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়।