পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৩ মার্চ) বিকেলে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন পেশা ও সমাজের বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী মাওঃ মোঃ দেলোয়ার হোসাইন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন মাহফিলে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্যে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। জামায়াতের উপজেলা
সেক্রেটারী মাওঃ মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী’র অন্যতম সদস্য মাওঃ মকলেসুর রহমান, গোলাম মোর্শেদ, মাওঃ মোঃ বদিরুল ইসলাম প্রমুখ। ।
বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক ন্যায় বিচার ও ইসলামের নির্দেশিত পথ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজে শান্তি, ন্যায় বিচার ও সুস্থ রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা শুরুর আগে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন উপজেলা শিবির সভাপতি হাফেজ তৈয়বুর রহমান। ইসলামী সংগীত পরিবেশন করেন উপজেলা যুব জামায়াতে ইসলামীর সভাপতি জুবায়ের হোসেন সদস্য আনারুল ইসলাম। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।