ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

হামজার পর এবার আসছেন কানাডার সামিত

সেই জামাল ভুঁইয়া, তারিক কাজী থেকে শুরু। বাংলাদেশের ফুটবল জগতে একের পর এক ‘বিদেশি’র আবির্ভাব হচ্ছে, সেই তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন কানাডার অভিবাসী সামিত সোম। মিডফিল্ড পজিশনে খেলেন তিনি।

সামিতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, “পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কোনও গণমাধ্যমেই তিনি কথা বলছেন না”।

তবে তিনি জানিয়েছেন, মূলত হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলাটাই তাকে ‘আশ্বস্ত করেছে’ এই দেশে আসা সম্পর্কে। এর আগে ২০২০ সালে সামিত পরিবার সহ বাংলাদেশে ঘুরে গিয়েছেন।

২৭ বছর বয়সী সামিতের দেশের বাড়ি শ্রীমঙ্গল, বাবা মানস সোম ও মা নন্দিতা সোম ৯০ এর দশকেই কানাডায় পাড়ি জমিয়েছেন। সেখানেই বেড়ে ওঠা সামিত এখন পেশাদার ফুটবলার, তিনি খেলছেন কাভালরি ফুটবল ক্লাবে।

ক্যাভালরি কানাডার শীর্ষ পেশাদার ফুটবল লীগের একটি ক্লাব। আলবার্টা রাজ্যের ক্যালগ্যারিতে অবস্থিত এই ক্লাবটির নিয়মিত ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত সামিত সোম।

সামিতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জন্ম নিবন্ধনের কাজ শুরু হয়ে গেছে, কানাডার বাংলাদেশ দূবাতাসে পাসপোর্টের বিষয়েও কথা হয়েছে।

সামিতের ‘আগ্রহী’ হয়ে ওঠার গল্প
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান বলেন, ২০২৪ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিতের সাথে বাফুফের পক্ষ থেকে তিনি যোগাযোগ করেন। মূলত কানাডার বাংলাদেশি পাড়ার মানুষদের মাধ্যমেই পরিচয় হয়েছে অমিত হাসান ও সামিত শোমের।

অমিত জানান, সামিত বাংলায় কথা চালিয়ে নিতে পারেন, এর আগেও ম্যানেজমেন্ট সামিতের সাথে যোগাযোগ করেছিল কিন্তু তখনো সামিত ও তার পরিবারের মধ্যে দ্বিধা ছিল।

“বাংলাদেশের মাঠ কেমন, পরিবেশ কেমন, কোথায় থাকবে দল”, এসব ইস্যু নিয়ে প্রশ্ন করেছিল সামিতের পরবার, জানান অমিত হাসান।

তবে হামজা চৌধুরীর ঐতিহাসিক ‘ঘরে ফেরা’ পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। সামিত বাফুফেকেও জানিয়েছেন, তিনি আগ্রহী।

এর আগে ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া, ফিনল্যান্ড থেকে তারিক কাজী বাংলাদেশের হয়ে খেলেছেন, এরপর ইংল্যান্ড থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ফেরায় বাংলাদেশের ফুটবলে একটা ইতিবাচক আমেজ লক্ষ্য করা গেছে।র‍্যাংকিং-এ বেশ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে খেলতে কতো দিন লাগবে সামিতের?
বাংলাদেশের পাসপোর্ট নেয়ার জন্য জন্ম নিবন্ধনের আবেদন করেছেন সামিত ও তার পরিবার। এমন দাপ্তরিক কিছু কাজ শেষ করতে হবে সামিতকে।

অমিত হাসান জানিয়েছেন, দুই একদিনের মধ্যেই পাসপোর্টের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর কানাডার সকার এসোসিয়েশনের কাছে ছাড়পত্র নিতে হবে, পাসপোর্ট পাওয়ার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফার কাছে বাংলাদেশের হয়ে খেলার জন্য আবেদন করবেন সামিত।

১০ই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ মাঠে নামবে, তার আগেই সামিতের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে।

সামিত কানাডার জাতীয় দলের হয়েও ২টি ম্যাচ খেলেছেন, এর আগে কানাডার বয়স ভিত্তিক দল হয়েও জাতীয় পর্যায়ে খেলেছেন তিনি।

এর আগে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ফুটবলার এবং বর্তমানে ফর্টিস ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেছিলেন, হামজা বাংলাদেশের ফুটবলে একটা জনস্রোত নিয়ে আসছে।

সামিত শোমের বাংলাদেশের ফুটবলে আগ্রহ তারই একটা লক্ষণ। রাশেদুল ইসলামও মত দিয়েছিলেন, মাঠে এবং মাঠের বাইরে সম্ভাবনা নিয়ে আসছে হামজা। সূত্র : বিবিসি বাংলা।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হামজার পর এবার আসছেন কানাডার সামিত

আপডেট সময় ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সেই জামাল ভুঁইয়া, তারিক কাজী থেকে শুরু। বাংলাদেশের ফুটবল জগতে একের পর এক ‘বিদেশি’র আবির্ভাব হচ্ছে, সেই তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন কানাডার অভিবাসী সামিত সোম। মিডফিল্ড পজিশনে খেলেন তিনি।

সামিতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, “পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কোনও গণমাধ্যমেই তিনি কথা বলছেন না”।

তবে তিনি জানিয়েছেন, মূলত হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলাটাই তাকে ‘আশ্বস্ত করেছে’ এই দেশে আসা সম্পর্কে। এর আগে ২০২০ সালে সামিত পরিবার সহ বাংলাদেশে ঘুরে গিয়েছেন।

২৭ বছর বয়সী সামিতের দেশের বাড়ি শ্রীমঙ্গল, বাবা মানস সোম ও মা নন্দিতা সোম ৯০ এর দশকেই কানাডায় পাড়ি জমিয়েছেন। সেখানেই বেড়ে ওঠা সামিত এখন পেশাদার ফুটবলার, তিনি খেলছেন কাভালরি ফুটবল ক্লাবে।

ক্যাভালরি কানাডার শীর্ষ পেশাদার ফুটবল লীগের একটি ক্লাব। আলবার্টা রাজ্যের ক্যালগ্যারিতে অবস্থিত এই ক্লাবটির নিয়মিত ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত সামিত সোম।

সামিতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জন্ম নিবন্ধনের কাজ শুরু হয়ে গেছে, কানাডার বাংলাদেশ দূবাতাসে পাসপোর্টের বিষয়েও কথা হয়েছে।

সামিতের ‘আগ্রহী’ হয়ে ওঠার গল্প
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান বলেন, ২০২৪ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিতের সাথে বাফুফের পক্ষ থেকে তিনি যোগাযোগ করেন। মূলত কানাডার বাংলাদেশি পাড়ার মানুষদের মাধ্যমেই পরিচয় হয়েছে অমিত হাসান ও সামিত শোমের।

অমিত জানান, সামিত বাংলায় কথা চালিয়ে নিতে পারেন, এর আগেও ম্যানেজমেন্ট সামিতের সাথে যোগাযোগ করেছিল কিন্তু তখনো সামিত ও তার পরিবারের মধ্যে দ্বিধা ছিল।

“বাংলাদেশের মাঠ কেমন, পরিবেশ কেমন, কোথায় থাকবে দল”, এসব ইস্যু নিয়ে প্রশ্ন করেছিল সামিতের পরবার, জানান অমিত হাসান।

তবে হামজা চৌধুরীর ঐতিহাসিক ‘ঘরে ফেরা’ পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। সামিত বাফুফেকেও জানিয়েছেন, তিনি আগ্রহী।

এর আগে ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া, ফিনল্যান্ড থেকে তারিক কাজী বাংলাদেশের হয়ে খেলেছেন, এরপর ইংল্যান্ড থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ফেরায় বাংলাদেশের ফুটবলে একটা ইতিবাচক আমেজ লক্ষ্য করা গেছে।র‍্যাংকিং-এ বেশ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে খেলতে কতো দিন লাগবে সামিতের?
বাংলাদেশের পাসপোর্ট নেয়ার জন্য জন্ম নিবন্ধনের আবেদন করেছেন সামিত ও তার পরিবার। এমন দাপ্তরিক কিছু কাজ শেষ করতে হবে সামিতকে।

অমিত হাসান জানিয়েছেন, দুই একদিনের মধ্যেই পাসপোর্টের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর কানাডার সকার এসোসিয়েশনের কাছে ছাড়পত্র নিতে হবে, পাসপোর্ট পাওয়ার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফার কাছে বাংলাদেশের হয়ে খেলার জন্য আবেদন করবেন সামিত।

১০ই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ মাঠে নামবে, তার আগেই সামিতের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে।

সামিত কানাডার জাতীয় দলের হয়েও ২টি ম্যাচ খেলেছেন, এর আগে কানাডার বয়স ভিত্তিক দল হয়েও জাতীয় পর্যায়ে খেলেছেন তিনি।

এর আগে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ফুটবলার এবং বর্তমানে ফর্টিস ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেছিলেন, হামজা বাংলাদেশের ফুটবলে একটা জনস্রোত নিয়ে আসছে।

সামিত শোমের বাংলাদেশের ফুটবলে আগ্রহ তারই একটা লক্ষণ। রাশেদুল ইসলামও মত দিয়েছিলেন, মাঠে এবং মাঠের বাইরে সম্ভাবনা নিয়ে আসছে হামজা। সূত্র : বিবিসি বাংলা।