ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি লক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে। এর ফলে এখন থেকে তারা এনআইডি ব্যবহার করে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারবেন না।

আজ সোমবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রায় এক মাস আগে কর্তৃপক্ষের নির্দেশে এই ১০টি এনআইডি লক (বন্ধ) করা হয়েছে। ভিভিআইপিদের এনআইডি সাধারণত তাদের অনুরোধেই লক করা হয়, যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে। প্রয়োজনে আবার তা আনলক (চালু) করা হয়।

এনআইডি লক করা হলেও ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে কোনো অসুবিধা হবে না বলেও জানান এই ওই কর্মকর্তা।

ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হলো।

এনআইডি লক করা ১০ জন হলেন— শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিপিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে। তাদের অনুরোধে আবার আনলক করা হয়।

এর আগে হাসিনা ও শেখ পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এনআইডি ভেরিফাই করতে হয়।

যেকোনো সময় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন : চিফ প্রসিকিউটর

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি লক

আপডেট সময় ০৭:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে। এর ফলে এখন থেকে তারা এনআইডি ব্যবহার করে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারবেন না।

আজ সোমবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রায় এক মাস আগে কর্তৃপক্ষের নির্দেশে এই ১০টি এনআইডি লক (বন্ধ) করা হয়েছে। ভিভিআইপিদের এনআইডি সাধারণত তাদের অনুরোধেই লক করা হয়, যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে। প্রয়োজনে আবার তা আনলক (চালু) করা হয়।

এনআইডি লক করা হলেও ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে কোনো অসুবিধা হবে না বলেও জানান এই ওই কর্মকর্তা।

ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হলো।

এনআইডি লক করা ১০ জন হলেন— শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিপিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে। তাদের অনুরোধে আবার আনলক করা হয়।

এর আগে হাসিনা ও শেখ পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এনআইডি ভেরিফাই করতে হয়।

যেকোনো সময় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন : চিফ প্রসিকিউটর