ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়াকে ‘নিঃশর্তভাবে’ হামলা বন্ধ করতে হবে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে রাশিয়ার হামলায় কমপক্ষে নয় জন নিহত হওয়ার পর এ কথা জানান তিনি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভলোদিমির জেলেনস্কি এক্স-এ এক পোস্টে বলেন, ‘ইউক্রেন পূর্ণ যুদ্ধবিরতি ও হামলা বন্ধে সম্মত হওয়ার ৪৪ দিন অতিক্রান্ত হয়েছে। কিন্তু রাশিয়া ৪৪ দিন ধরে আমাদের জনগণকে হত্যা করে চলেছে।’

এদিকে, বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে শান্তি আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধের একটি চুক্তি ‘খুব কাছাকাছি’ ছিল, কিন্তু জেলেনস্কির আপসহীন মনোভাব এই যুদ্ধ দীর্ঘায়িত ছাড়া আর কিছুই করবে না।

সম্প্রতি জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেন কখনোই রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে স্বীকৃতি দেবে না। এরপরই ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করলেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, শান্তি চুক্তিতে বর্তমান নিয়ন্ত্রণ রেখাকে প্রায় অপরিবর্তিত রাখা হবে। তবে ইউক্রেন বহুদিন ধরেই জানিয়ে আসছে, ২০১৪ সালে অবৈধভাবে দখলকৃত দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া কখনোই ছেড়ে দেওয়া হবে না।

ভ্যান্স আরও বলেন, ‘চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু কিছু ভূখণ্ড ছাড়তে হবে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে যুদ্ধ চলছেই। এতে কয়েক লাখ মানুষ হতাহত হয়েছেন। এছাড়া প্রায় ৭০ লাখ ইউক্রেনীয় শরণার্থী হয়েছেন।

ক্রিমিয়া নিয়ে ফের উত্তপ্ত ট্রাম্প-জেলেনস্কির সম্পর্ক

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাশিয়াকে ‘নিঃশর্তভাবে’ হামলা বন্ধ করতে হবে : জেলেনস্কি

আপডেট সময় ০৫:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে রাশিয়ার হামলায় কমপক্ষে নয় জন নিহত হওয়ার পর এ কথা জানান তিনি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভলোদিমির জেলেনস্কি এক্স-এ এক পোস্টে বলেন, ‘ইউক্রেন পূর্ণ যুদ্ধবিরতি ও হামলা বন্ধে সম্মত হওয়ার ৪৪ দিন অতিক্রান্ত হয়েছে। কিন্তু রাশিয়া ৪৪ দিন ধরে আমাদের জনগণকে হত্যা করে চলেছে।’

এদিকে, বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে শান্তি আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধের একটি চুক্তি ‘খুব কাছাকাছি’ ছিল, কিন্তু জেলেনস্কির আপসহীন মনোভাব এই যুদ্ধ দীর্ঘায়িত ছাড়া আর কিছুই করবে না।

সম্প্রতি জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেন কখনোই রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে স্বীকৃতি দেবে না। এরপরই ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করলেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, শান্তি চুক্তিতে বর্তমান নিয়ন্ত্রণ রেখাকে প্রায় অপরিবর্তিত রাখা হবে। তবে ইউক্রেন বহুদিন ধরেই জানিয়ে আসছে, ২০১৪ সালে অবৈধভাবে দখলকৃত দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া কখনোই ছেড়ে দেওয়া হবে না।

ভ্যান্স আরও বলেন, ‘চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু কিছু ভূখণ্ড ছাড়তে হবে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে যুদ্ধ চলছেই। এতে কয়েক লাখ মানুষ হতাহত হয়েছেন। এছাড়া প্রায় ৭০ লাখ ইউক্রেনীয় শরণার্থী হয়েছেন।

ক্রিমিয়া নিয়ে ফের উত্তপ্ত ট্রাম্প-জেলেনস্কির সম্পর্ক