পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে পীরগঞ্জের একমাত্র চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র মোবারক আলী চক্ষু হাসপাতালে উপহার হিসেবে একটি মাইক্রোবাস প্রদান করা হয়েছে। সোমবার পূবালী ব্যাংক পীরগঞ্জ শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন পূবালী ব্যাংক পিএলসি’র রংপুর অঞ্চলের উপ মহাব্যবস্থাপক আলতাফ হোসেন।
চক্ষু হাসপাতালের পক্ষে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি এবং সভাপতি, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ও হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ইমদাদুর রহমান মাইক্রোবাসটি গ্রহণ করেন।
এ উপলক্ষে ব্যাংক প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি, মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ও সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ইউ’পি চেয়ারম্যান সাইদুর রহমান ও মোকলেসুর রহমান, চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক রেজাউল করিম রাজা, চক্ষু হাসপাতালের সহ-সভাপতি মোঃ শাহাজাহান, সদস্য মোকাদ্দেস হায়াত মিলন ও রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু ও পূবালী ব্যাংক পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায় প্রমূখ।
মোবারক আলী চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান বলেন, ২০১৯ সালে এ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ২০ হাজার মানুষ আউট ডোরে চিকিৎসা সেবা নিয়েছেন। ২০২৩ সালে হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু হওয়ার পর থেকে ২ হাজার ৫০০ রোগীর চোখে ছানী অপারেশন করে চোখে কৃত্রিম লেন্স সংযোজন এবং ৫০০ রোগীর চোখের মাংস বৃদ্ধি ও নেত্র নালী অপারেশন করা হয়েছে। পূবালী ব্যাংক চক্ষু হাসপাতালে উপহার হিসেবে একটি মাইক্রোবাস প্রদান করায় এখন থেকে এ হাসপাতালে সেবার মান আরো বাড়বে। এর আগে একটি গাড়ীর অভাবে হাসপাতালের পক্ষ থেকে চক্ষু সেবা প্রদানে বিঘ্ন ঘটতো।
পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, এ ব্যাংক শুধু ব্যবসায়ীদের সাথে টাকা লেন দেন বা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে ঠিক তা নয়। ব্যাংকিং এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে পূবালী ব্যাংকের। এই দায়বদ্ধতা থেকে পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে একটি মাইক্রোবাস প্রদান করা হলো।
এর আগে রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আলতাফ হোসেন পূবালী ব্যাংক পিএলসি পীরগঞ্জ শাখায় ইসলামিক ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এখন থেকে পূবালী ব্যাংকের এ শাখা থেকে আল আদিয়াহ্ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, মুদারাবা মেয়াদী, মুদারাবা হজ্ব সঞ্চয়ী, মুদারাবা শিক্ষা সঞ্চয়ীসহ সব ধরনের ইসলামী ব্যাংকিং সেবা পাওয়া যাবে।