ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের হামলায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনে জাতিসংঘ

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালালে শিশু ও নারীসহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, ভারতের এই হামলা চালানো হয়েছে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে। এদিকে, পাকিস্তানের মুজাফফরাবাদে হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ পরিদর্শন করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। খবর ডনের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় দেশটিতে ২৬ জন বেসামরিক লোক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। আজ বুধবার (৭ মে) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পাকিস্তানের প্রসিদ্ধ ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় ওই ২৬ জন নিহত হয়েছে।

এদিকে, ভারতের হামলায় মুজাফফরাবাদে ক্ষতিগ্রস্ত একটি মসজিদ পরিদর্শন করেছে জাতিসংঘের একটি পর্যবেক্ষক দল। আজ বুধবার (৭ মে) জাতিসংঘের বিশেষ দলটি গতকাল রাতে চালানো হামলার ক্ষয়ক্ষতি পরিদর্শনের জন্য সেখানে যায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে ১৩ জন নিহত হয়েছে, যার মধ্যে তিন বছর বয়সী দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। আহত ৩৭ জনের মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেয়ার অনুমতি দিলো পাকিস্তান

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

দল নিষিদ্ধের প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ রাজনীতিতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতের হামলায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনে জাতিসংঘ

আপডেট সময় ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালালে শিশু ও নারীসহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, ভারতের এই হামলা চালানো হয়েছে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে। এদিকে, পাকিস্তানের মুজাফফরাবাদে হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ পরিদর্শন করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। খবর ডনের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় দেশটিতে ২৬ জন বেসামরিক লোক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। আজ বুধবার (৭ মে) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পাকিস্তানের প্রসিদ্ধ ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় ওই ২৬ জন নিহত হয়েছে।

এদিকে, ভারতের হামলায় মুজাফফরাবাদে ক্ষতিগ্রস্ত একটি মসজিদ পরিদর্শন করেছে জাতিসংঘের একটি পর্যবেক্ষক দল। আজ বুধবার (৭ মে) জাতিসংঘের বিশেষ দলটি গতকাল রাতে চালানো হামলার ক্ষয়ক্ষতি পরিদর্শনের জন্য সেখানে যায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে ১৩ জন নিহত হয়েছে, যার মধ্যে তিন বছর বয়সী দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। আহত ৩৭ জনের মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেয়ার অনুমতি দিলো পাকিস্তান