ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কলিম উদ্দিন নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মৃত কলিম উদ্দিন উপজেলার মিরডাঙ্গি গ্রামের পাইকার বস্তি এলাকার খুতখুতু রহমানের ছেলে ।
৭ মে বুধবার আনুমানিক বিকাল ৫ টায় রাণীশংকৈল মহাসড়ক আরডিআরএস অফিসের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কলিম উদ্দিন বাসায় যাওয়ার উদ্দেশ্যে একাই ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ চলতি অবস্থায় তার ভ্যানের স্কেল ভেঙে চাকা খুলে যাওয়ায় তিনি পাকা রাস্তার উপরে ছিটকে পড়েন। সে সময় অপর দিক থেকে আসা ভটভটি ( তিন চাকার বাহন) তার উপরে উঠে পড়ে। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কলিম উদ্দিন।
ঘটনাস্থল থেকে কিছু পথচারী কলিমউদ্দিনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, দূর্ঘটনার বিষয়টি শুনেছি। এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।