ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা : সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানের নব নিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ কারা থাকছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে? ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি ট্রাম্পের আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসীদের নিয়ে জোট হবে : ডা. তাহের আগামী নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল মহানবী (সা.) এর অনুপম জীবনাদর্শ নিশ্চিত করতে পারে বিশ্বশান্তি : প্রধান উপদেষ্টা আরও ৩০ বাংলাদেশিকে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বিদেশ গমনের ঘটনা তদন্তের জন্য সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। আজ রোববার (১১ মে) এই কমিটি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এই কমিটি সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের প্রক্রিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে কোনো ব্যত্যয় বা গাফিলতি ছিল কিনা এবং এক্ষেত্রে কারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা খতিয়ে দেখবে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশও পেশ করবে।

তদন্তের স্বার্থে কমিটি যেকোনো প্রয়োজনীয় কাগজপত্র, সরঞ্জাম ও সাক্ষ্যপ্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে পারবে। সব সরকারি ও বেসরকারি সংস্থা কমিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে বাধ্য থাকবে। কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করারও ক্ষমতা রাখে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন।

গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা : সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আপডেট সময় ০৭:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বিদেশ গমনের ঘটনা তদন্তের জন্য সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। আজ রোববার (১১ মে) এই কমিটি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এই কমিটি সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের প্রক্রিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে কোনো ব্যত্যয় বা গাফিলতি ছিল কিনা এবং এক্ষেত্রে কারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা খতিয়ে দেখবে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশও পেশ করবে।

তদন্তের স্বার্থে কমিটি যেকোনো প্রয়োজনীয় কাগজপত্র, সরঞ্জাম ও সাক্ষ্যপ্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে পারবে। সব সরকারি ও বেসরকারি সংস্থা কমিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে বাধ্য থাকবে। কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করারও ক্ষমতা রাখে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন।

গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ